অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ইংল্যান্ডের অধিনায়কত্ব করা জর্ডান হেন্ডারসনকে দুয়ো দিয়েছেন সমর্থকরা।
Published : 14 Oct 2023, 03:55 PM
ইংল্যান্ড দলের অভিজ্ঞ খেলোয়াড়দের একজন জর্ডান হেন্ডারসন। সেই তাকেই কিনা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দুয়ো শুনতে হলো! বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারছেন না গ্যারেথ সাউথগেট। হেন্ডারসনকে দুয়ো দেওয়ার কোনো কারণই দেখছেন না ইংল্যান্ড কোচ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শুক্রবার ১-০ গোলে জেতা প্রীতি ম্যাচে ইংল্যান্ডের অধিনায়কত্ব করেন হেন্ডারসন। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডারকে ৬২তম মিনিটে তুলে নেন সাউথগেট।
লিভারপুল ছেড়ে চলতি বছরের শুরুতে সৌদি প্রো লিগের দল আল-ইত্তিফাকে যোগ দিয়েছেন হেন্ডারসন। দেশটিতে সমকামিতা নিষিদ্ধ এবং হেন্ডারসন দীর্ঘদিন ধরে সমকামীদের পক্ষে কথা বলছেন। এ কারণে তাকে দুয়ো দিয়ে থাকতে পারেন ইংল্যান্ডের সমর্থকরা।
ক্যারিয়ারের প্রয়োজনে সৌদি আরবে যাওয়া হেন্ডারসনকে দুয়ো দেওয়াটা মোটেই ভালো লাগেনি সাউথগেটের। বরং সমর্থকদের তিনি ইতালির বিপক্ষে দলের পরের ম্যাচ নিয়ে ভাবার আহ্বান জানালেন।
“আমি আসলেই ব্যাপারটি বুঝিনি। সে ইংল্যান্ডের হয়ে ৭৯টি ম্যাচ খেলেছে, দলের প্রতি তার যে নিবেদন এবং ইংল্যান্ডকে সে যা দিয়েছে, তা অসাধারণ।”
“পেশাদারিত্ব এবং নিজের কাজের মাধ্যমে সে সব শ্রেণির মানুষের কাছে আদর্শ। কিছু লোক তাকে দুয়ো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমি আসলেই বুঝি না কী কারণে তাকে দুয়ো দেওয়া হলো। আসুন, আগামী মঙ্গলবার আমরা ইতালির বিপক্ষে খেলব এবং আপনারা দলের পাশে থাকুন।”