মৌসুম জুড়েই ছন্দ হারা এভারটন। লম্বা সময় ধরে জয়ের মুখ দেখছে না দলটি। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে ‘মোটেও চিন্তিত নন’ কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।
প্রিমিয়ার লিগে সবশেষ ম্যাচে শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-০ গোলে হেরেছে এভারটন। শীর্ষ লিগে গত অক্টোবর থেকে জয়ের স্বাদ পায়নি দলটি। ২০ ম্যাচে স্রেফ ৩ জয় ও ৬ ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে ১৯ নম্বরে নেমে গেছে তারা।
সবশেষ ৮ ম্যাচের মধ্যে ৬টি হেরেছে এভারটন, ড্র করেছে দুটিতে। লিগ প্রতিযোগিতায় কোচ হিসেবে এত লম্বা সময় জয় শূন্য আগে কখনও ছিলেন না ল্যাম্পার্ড।
দলের জন্য চিন্তিত হলেও এখানে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না তিনি। গত বছরের জানুয়ারিতে এভারটনে যোগ দেওয়া ল্যাম্পার্ড বিবিসি রেডিওকে বললেন, দায়িত্বটি পালন করতে পেরেই গর্বিত তিনি।
“(ছাঁটাই হওয়ার ভাবনায়) আমি একেবারেই ভয় পাই না। আমি কাজটি করতে পেরে গর্বিত।”
“আমি স্রেফ আমার দায়িত্ব পালন করছি। প্রতিদিন ঘুম থেকে উঠি এবং ভাবি কীভাবে আমরা আরেকটু ভালো করতে পারি।”
ল্যাম্পার্ডকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সময় হয়েছে কিনা, এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় এভারটন মালিক ফারহাদ মোশিরিকে। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, “আমি কোনো মন্তব্য করতে পারব না। এটা আমার সিদ্ধান্ত নয়।”