‘রক্ষণে সেরা পর্যায়ে থাকতে হবে’, ব্রাগা ম্যাচ নিয়ে আনচেলত্তি

ব্রাগার আক্রমণাত্মক ফুটবল নিয়ে দলকে আগেভাগে সতর্ক করলেন রেয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2023, 09:48 AM
Updated : 24 Oct 2023, 09:48 AM

ব্রাগার বিপক্ষে ম্যাচের আগে কার্লো আনচেলত্তির ভাবনার অলিন্দে উঁকি দিচ্ছে নাপোলি ম্যাচ। যদিও ওই ম্যাচে জিতেছিল রেয়াল মাদ্রিদ, কিন্তু গোলও হজম করেছিল দুটি। ব্রাগার বিপক্ষে তাই রক্ষণভাগকে ‘সেরা পর্যায়ে’ থাকার বার্তা দিলেন রেয়াল কোচ।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় ব্রাগার বিপক্ষে খেলবে রেয়াল। টানা দুই জয়ে ‘সি’ গ্রুপের টেবিলে শীর্ষে আছে আনচেলত্তির দল। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ব্রাগা।

নাপোলির বিপক্ষে পয়েন্ট খোয়ানোর শঙ্কা পেয়ে বসেছিল রেয়ালকে। প্রতিপক্ষের আত্মঘাতী গোলের সুবাদে ৩-২ ব্যবধানের জয়ে হয় শেষ রক্ষা। পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে প্রতিযোগিতার রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা।

নাপোলির বিপক্ষে হেরে প্রতিযোগিতা শুরু করা ব্রাগা নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউনিয়ন বার্লিনকে হারায় ৩-২ গোলে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জয়সূচক গোলটি পায় তারা। ব্রাগার এই হাল না ছাড়া মানসিকতা নিয়ে সতর্ক আনচেলত্তি।

“এটা আমাদের জন্য ভালো একটা সুযোগ। কেননা, দুই ম্যাচ জয়ের পর আবারও জেতা দারুণ বিষয় (হবে)। তবে আমরা যে দলটার বিপক্ষে খেলব, তারা ভালো খেলে, আক্রমণ শাণাতে এবং বলের নিয়ন্ত্রণ রাখতে পছন্দ করে।”

“আমাদের জন্য রক্ষণ জমাট রাখা গুরুত্বপূর্ণ; কেননা সেটা সম্ভব হলে, আমাদের যে ব্যক্তিগত নৈপুণ্যের খেলোয়াড় আছে, তাদের থেকে তখন সুবিধা নিতে পারব আমরা।”

গত ১০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা রেয়াল জিতেছে পাঁচবার। অথচ লা লিগায় তারা চ্যাম্পিয়ন মাত্র চারবার। ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে দলের এমন আধিপত্যের কারণও জানালেন আনচেলত্তি।

“রেয়ালের কাছে এই প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ এবং এই টুর্নামেন্টের জন্য রেয়াল অনেক বেশি মনোযোগ দেয়।”

“চ্যাম্পিয়ন্স লিগ এমন একটা প্রতিযোগিতা, যেটি আমরা-ক্লাব, খেলোয়াড় এবং কোচ সবাই সবচেয়ে বেশি পছন্দ করি। এটা বিশেষ প্রতিযোগিতা এবং আমাদের পেছনে নয়, সামনে তাকাতে হবে।”