ইংলিশ ফুটবল
রদ্রির শূন্যতা পূরণের লক্ষ্যে দলে আনা এই স্প্যানিশ মিডফিল্ডার অভিষেক ম্যাচে ২২ মিনিটের বেশি খেলতে পারেননি।
Published : 09 Feb 2025, 03:05 PM
খারাপ সময় কিছুতেই যেন পিছু ছাড়ছে না ম্যানচেস্টার সিটির। চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়া রদ্রির শূন্যতা পূরণে সম্প্রতি যাকে দলে টেনেছে, সেই নিকো গনসালেস অভিষেকেই চোট পেয়ে ছিটকে গেছেন।
গত সপ্তাহে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর শনিবার এফএ কাপেও হারের শঙ্কায় পড়েছিল সিটি। তৃতীয় স্তরের দল লেইটন ওরিয়েন্টের বিপক্ষে গোলরক্ষক স্টেফান ওর্টেগারের আত্মঘাতী গোলে শুরুতেই পিছিয়ে পড়ে তারা।
পরে অবশ্য দ্বিতীয়ার্ধের দুই গোলে চতুর্থ রাউন্ডের ম্যাচটিতে জয় পায় সিটি; গোল দুটি করেন দলে নতুন যোগ দেওয়া উজবেকিস্তানের ডিফেন্ডার আব্দুখোদির কুজানভ ও অভিজ্ঞ মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে।
ওই আত্মঘাতী গোলের খানিক পরেই প্রতিপক্ষের এক চ্যালেঞ্জে বেকায়দায় পড়ে গিয়ে পাঁজরে আঘাত পান কদিন আগে পোর্তো থেকে ছয় কোটি ইউরোয় সিটিতে পাড়ি জমানো গনসালেস।
এই স্প্যানিশ মিডফিল্ডারের চোট কতটা গুরুতর, তা অবশ্য ম্যাচ শেষে জানাতে পারেননি সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।
“আঘাতটা কতটা জোরাল ছিল, আমি জানি না। তবে সে আর খেলা চালিয়ে যাওয়ার অবস্থায় ছিল না।”
চলতি মৌসুমে লিগ শিরোপা ধরে রাখার লড়াই থেকে অনেক আগেই প্রায় ছিটকে গেছে সিটি; এক ম্যাচ কম খেলা লিভারপুলের চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে পাঁচে আছে তারা। বিদায় নিয়েছে লিগ কাপ থেকে। অনেক কষ্টে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্লে-অফে জায়গা পেয়েছে তারা।
দলের এত এত ব্যর্থতা ভুলে মৌসুমের দ্বিতীয়ভাগে ঘুরে দাঁড়াতে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ২১ কোটি ইউরো খরচ করে পাঁচজন খেলোয়াড়কে চুক্তিভুক্ত করেছে সিটি, তাদেরই একজন নিকো গনসালেস। এবার তাকেও হারাতে বসেছে দলটি।