কোপা আমেরিকা
Published : 18 Jun 2024, 07:37 PM
ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই মনের আগল এমন করে খুলে দিতে দেখা যায়নি লিওনেল মেসিকে। এবার রুদ্ধ সে দুয়ার খুলে দিলেন আর্জেন্টাইন মহাতারকা। আন্তোনেল্লা রেকুস্সোর সাথে সম্পর্কের শুরু, পরিণয় নিয়ে বললেন অনেক কথা।
নিজের ভ্রাতুষ্পুত্র তমাস মেসির ইউটিউব প্রোগ্রাম বলেই হয়ত ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলতে সাবলীল ছিলেন মেসি। জানালেন, রোকুস্সোর সঙ্গে সম্পর্কের শুরু হয়েছিল ছেলেবেলাতেই।
কৈশরে মেসি পাড়ি জমান স্পেনে। যোগ দেন বার্সেলোনায়। সেসময় যোগাযোগের মাধ্যম এত সহজ ছিল না; তবে নিয়মিত কথা না হলেও দুরত্ব দুজনের মাঝে তুলতে পারেনি দেয়াল।
দুজনের কাছে আসার ‘মাধ্যম’ অবশ্য ছিল রোকুস্সোর চাচাতো ভাই লুকাস। নিওয়েলস ওল্ড বয়েজে খেলার সময় লুকাসের সাথে ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল মেসির। রোকুস্সোর বাড়িতে মেসির যাতায়াতও শুরু হয়েছিল সেই সময়।
“আমি ওদের বাড়িতে যেতাম, ওর সঙ্গে দেখা হতো, তখন খুবই ছোট ছিলাম। সবসময় আমি ওকে পছন্দ করতাম। এরপর যখন আমার বয়স ১৩ বছর, আমি স্পেনে চলে গেলাম এবং যেভাবেই হোক যোগাযোগাটা নষ্ট হয়ে গেল।”
“এখনকার চেয়ে তখন যোগাযোগ করা ছিল আরও বেশি কঠিন। চিঠিপত্র, ইমেইল কিংবা ল্যান্ডলাইন ফোনের মাধ্যমে হতো, যেটা ছিল ব্যয়বহুল। তো আমরা কথা বন্ধ করে দিলাম। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, কেবল রোকুস্সোর সাথে নয়, লুকাসের সাথেও।”
যৌবনে পা রাখার কাছাকাছি সময়ে দুজনের সম্পর্ক পায় নতুন মাত্রা, বললেন মেসি। সে সময়ের অনুভূতি নিয়েও বিশ্বকাপ জয়ী তারকা মনখুলে বললেন।
“১৬ বা ১৭ বছর বয়সে ফের সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত, মেসেঞ্জারের কারণে যোগাযোগ সহজতর হলো, আমরা বার্তা আদান-প্রদান করতাম। আবারও কাছাকাছি এলাম। ছোট বেলায় পরস্পরের প্রতি যে অনুভূতি ছিল, সেটা কখনও হারিয়ে যায়নি, কিছুই বদলায়নি। ১৯-২০ বছরে আমরা ডেটিংও শুরু করে দিলাম।”
২০১৭ সালের ৩০ জুন, দুজনে দীর্ঘদিনের প্রেমকে পরিণয়ে রূপ দেন। কদিন পরে সাত বছর পূরণ হবে। কোপা আমেরিকার মিশন নিয়ে ব্যস্ততার ফাঁকে দেওয়া ওই সাক্ষাৎকারে মেসি বললেন একটু বিস্ময়কর কথাও, একসময় নাকি ঈর্ষা করতেন আন্তোনেল্লাকে!
“এখন করি না, কিন্তু হ্যাঁ, আগে করতাম, যখন তরুণ ছিলাম। আমার হাতে সময় ছিল, কিন্তু এখন সেটা একদমই নেই। যখন ছোট ছিলাম, সম্পর্কের শুরুতে যখন আমরা বয়ফ্রেন্ডের মতো ছিলাম, তখন ঈর্ষাপরায়ণ ছিলাম; এখন একটুও না।”
কোপা আমেরিকার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুকুট ধরার মিশন শুরু করবে আগামী বৃহস্পতিবার কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘এ’ গ্রুপে মেসিদের অন্য প্রতিপক্ষ পেরু ও চিলি।