ইউরো ২০২৪
দ্বিতীয় রাউন্ডের টিকেট পেতে অনেকটা বাঁচা-মরার লড়াইয়ে শুরুর একাদশে পরিবর্তন আনা হবে জানিয়ে দিলেন ইতালির কোচ লুসিয়ানো স্পালেত্তি।
Published : 24 Jun 2024, 09:59 AM
প্রথম দুই ম্যাচে অপরিবর্তিত একাদশে খেলতে নেমে ভিন্ন ফল পেয়েছে ইতালি। আলবেনিয়াকে হারানোর পর তারা পাত্তাই পায়নি স্পেনের বিপক্ষে। শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে তাই শুরুর একাদশে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন দলের কোচ লুসিয়ানো স্পালেত্তি।
লাইপজিগের রেড বুল এরেনায় সোমবার রাতে 'বি' গ্রুপের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইতালি। একই সময় ভিন্ন মাঠে আলবেনিয়ার বিপক্ষে লড়বে এরই মধ্যে শেষ ষোলোর টিকেট পাওয়া স্পেন।
গ্রুপের শেষ দিন ঠিক হবে দ্বিতীয় দল হিসেবে কারা পাবে দ্বিতীয় রাউন্ডের টিকেট। আপাতত দুই ম্যাচের একটিতে জিতে অন্য দুই দলের চেয়ে এগিয়ে ইতালি। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে পা হড়কালে বাদ পড়ার শঙ্কাও আছে তাদের।
গুরুত্বপূর্ণ ম্যাচটিতে নামার আগে সংবাদমাধ্যমে স্পালেত্তি সাফ জানিয়ে দিলেন, সতেজ ফুটবলারদের নিয়ে এবার একাদশ সাজাতে চান তিনি। স্পেনের কাছে ১-০ গোলে হারের ম্যাচে ফুটবলারদের মাঝে ক্লান্তির ছাপ দেখার কথাও বলেন ইতালি কোচ।
“এমন একটা ম্যাচের পর পরিবর্তনের ভাবনা সবসময়ই আসে। কারণ স্পেনের বিপক্ষে দলের পারফরম্যান্স দেখে মনে হয়েছে, খুব সম্ভবত আগেই শুরুর একাদশ না বদলানোর ভুলটা আমি করে ফেলেছি।”
“তবে আলবেনিয়ার বিপক্ষে দলটা আমার কাছে দারুণ লেগেছিল। তাই আমার মনে হয়েছিল, দলে পরিবর্তন করা একটা জুয়ার মতো হয়ে যাবে। এখন যেহেতু আমরা ক্লান্তি, অবসাদ লক্ষ্য করছি, তাই নিশ্চিতভাবেই কিছু পরিবর্তন আসবে।”
ক্রোয়েশিয়ার বিপক্ষে ইতালি হারলে ও স্পেনের বিপক্ষে আলবেনিয়া জয় পেলে গ্রুপ পর্ব থেকে ছিটকে যেতে পারে ‘আজ্জুরিরা।’ ম্যাচটিকে তাই সরাসরি বাঁচা-মরার লড়াই না বললেও এর গুরুত্বের কথা জানান স্পালেত্তি।
“এমন কিছু ম্যাচ সবসময়ই থাকে, যেটি মূলত ঠিক করে দেয় আপনার গল্পটা স্মরণীয় হবে নাকি ভুলে যাওয়ার মতো। তো শেষ পর্যন্ত আপনার গল্পের সাফল্যটা এমন কিছু ম্যাচের ওপরই চলে আসে।”