আরেক অভিজ্ঞ ডিফেন্ডার লুক শয়ের ফেরার ব্যাপারে অবশ্য এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।
Published : 31 Mar 2025, 08:18 PM
চোট কাটিয়ে অভিজ্ঞ হ্যারি মাগুইয়ার ও তরুণ ফুটবলার লেনি ইয়োরোর অনুশীলনে ফেরার খবর মিলেছিল দুদিন আগে। এবার তাদের ম্যাচে ফেরার সুখবর দিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হুবেন আমুরি।
প্রিমিয়ার লিগে মঙ্গলবার নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে ইউনাইটেড। ম্যাচটি দিয়ে ফিরতে যাচ্ছেন এই দুই ডিফেন্ডার।
পেশির চোটের কারণে গত তিন সপ্তাহ দলের বাইরে ছিলেন ইংলিশ সেন্টার-ব্যাক ম্যাগুইয়ার। আর ১৯ বছর বয়সী ইয়োরো গত গ্রীষ্মে লিল থেকে ইউনাইটেডে আসার পর থেকে কয়েক দফায় চোটে পড়েছেন। সবশেষ গত ৯ মার্চ আর্সেনালের সঙ্গে ১-১ ড্র ম্যাচের বিরতিতে চোটের কারণে উঠে যেতে বাধ্য হন এই ফরাসি সেন্টার-ব্যাক ইয়োরো এবং সেই থেকে বাইরে তিনি।
চোট কাটিয়ে প্রায় চার মাস পর সম্প্রতি অনুশীলনে ফিরেছেন আরেক অভিজ্ঞ ডিফেন্ডার লুক শও। তবে এখন ম্যাচ খেলার মতো ফিট নন তিনি।
মৌসুম জুড়ে পারফরম্যান্সে ভীষণ অধারাবাহিক ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরোয়া লিগে সবশেষ চার ম্যাচে অবশ্য হারেনি তারা, এই সময়ে দুটি করে জিতেছে ও ড্র করেছে তারা। ২৯ ম্যাচে ১০ জয় ও ৭ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে আছে প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি।