অবহেলাজনিত কারণে হত্যার অভিযোগে আট জনের বিরুদ্ধে এই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল আগামী ১ অক্টোবর।
Published : 13 Sep 2024, 12:20 PM
দিয়েগো মারাদোনার মৃত্যুর পেছনে দায়ী হিসেবে অভিযুক্ত আট স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে বিচার শুরুর প্রক্রিয়া পিছিয়ে গেল আরেক দফায়। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর, আসামিদের অনুরোধে পাঁচ মাস পিছিয়ে দেওয়া হয়েছে এই প্রক্রিয়া।
‘অবহেলাজনিত কারণে হত্যার’ অভিযোগে এই বিচার শুরু হওয়ার কথা ছিল গত ৪ জুন। পরে তা পিছিয়ে নতুন তারিখ নির্ধারিত হয় ১ অক্টোবর। আর্জেন্টাইন পত্রিকা লা নাসিওন-এর খবর, এবারও পিছিয়ে আগামী ১১ মার্চ শুরু হবে বিচার।
আট আসামির মধ্যে তিন জনের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্তের কথা জানান রাজধানী বুয়েনস আইরেসের কাছের শহর সান ইসিদ্রোর এক আদালত।
সর্বকালের সেরা ফুটবলারদের একজন মারাদোনা মারা যান ২০২০ সালের ২৫ নভেম্বর। বরাবরই অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য পরিচিত এই মহাতারকা মাদকাসক্তি, অ্যালকোহলের প্রতি আসক্তি ও স্বাস্থ্য সংক্রান্ত নানা জটিলতায় ভুগেছেন দীর্ঘদিন।
মৃত্যুর আগে বেশ কয়েকদিন হাসপাতালে ছিলেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের মহানায়ক। তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল তখন। পরে সেরে ওঠার পথেই ছিলেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। কিন্তু সবকিছু স্বাভাবিক হয়ে ওঠার পথে কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়।
মারাদোনা মারা যাওয়ার পরদিন তার আইনজীবী মাতিয়াস মোরিয়া মৃত্যুর পূর্ণ তদন্তের দাবি জানান। ২০২২ সালের মার্চে তদন্ত শুরু হয়। তদন্ত শেষে ওই বছরের জুনে আট জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন আদালত। রায়ে বলা হয়, অভিযুক্ত প্রত্যেকের আচরণ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে প্রশ্নবিদ্ধ এবং তাদের কার্যকলাপ ঘটনাকে ক্ষতিকারক পথে এগিয়ে নিতে ভূমিকা রেখেছে।
ওই আট জনের মধ্যে আছেন নিউরোসার্জন, মনোবিদ, মনোরোগ বিশেষজ্ঞ, নার্স। অপরাধ প্রমাণিত হলে তাদের আট থেকে ২৫ বছর পর্যন্ত জেল হতে পারে।