দুবাইয়ে সলো এনডিউরেন্স রেস জিতলেন অভিক আনোয়ার

দুবাই অটোড্রোমে এ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, আরব আমিরাত ও ইউরোপের কয়েকটি দেশের ১৭ জন প্রতিযোগী অংশ নেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2023, 06:02 AM
Updated : 21 March 2023, 06:02 AM

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রথম বাংলাদেশি হিসেবে সলো এনডিউরেন্স রেস জিতেছেন মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিক আনোয়ার।

মেঘনা গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছর দুবাইয়ে এনজিকে প্রো কার চ্যাম্পিয়নশিপও জিতেছিলেন অভিক। এ বছর ফেব্রুয়ারিতে ভারতের জাতীয় ট্যুরিং কার চ্যাম্পিয়নশিপ ‘ফক্সভাগেন পোলো কাপ’এ হয়েছিলেন চতুর্থ।

অভিক এবার দুবাইয়ে অনুষ্ঠিত ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপে অংশ নেন নিজের প্রতিষ্ঠিত বাংলাদেশ মোটর স্পোর্টস দলের হয়ে। দুবাই অটোড্রোমে এ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, আরব আমিরাত ও ইউরোপের কয়েকটি দেশের ১৭ জন প্রতিযোগী অংশ নেন।

দুবাই অটোড্রোমের এই রেসিং ট্র্যাকের দৈর্ঘ্য ৪ দশমিক ৪ কিলোমিটার। রেসের সময় ৩০ মিনিট। প্রতি রেসে ১২টি করে ল্যাপ।

অভিক আনোয়ার ভবিষ্যতেও নতুন নতুন রেকর্ড গড়ে যাবে আশা প্রকাশ করে মেঘনা গ্রুপ বলছে, এই রেসারের পার্টনার হতে পেরে তারা গর্বিত।