চ্যাম্পিয়ন্স লিগ
স্পেনের হয়ে এই মিডফিল্ডারকে আবার খেলতে দেওয়া উচিত হয়নি বলে মনে করছেন হান্সি ফ্লিক।
Published : 19 Sep 2024, 04:28 PM
স্পেনের জার্সিতে বেশি ব্যস্ততাই ফেরমিন লোপেসের জন্য কাল হয়েছে বলে মনে করছেন হান্সি ফ্লিক। এই মিডফিল্ডার ফের চোটে পড়ায় নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। বার্সেলোনা কোচের মতে, লোপেসকে অনূর্ধ্ব-২১ দলেও তাকে পাঠানো উচিত হয়নি।
২০২৪ ইউরো জেতা স্পেন দলের সদস্য ছিলেন লোপেস। যদিও জার্মানিতে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে কেবল একটি ম্যাচেই পেয়েছিলেন মাঠে নামার সুযোগ। পরে জুলাইয়ে প্যারিস অলিম্পিকসে আলো ছড়ান ২১ বছর বয়সী এই ফুটবলার। সেখানে স্বর্ণ জেতে স্পেন।
চলতি মাসের শুরুতে চোট পান লোপেস। বার্সেলোনার হয়ে মঙ্গলবার অনুশীলনে ফেরেন এই ফুটবলার। ফিরেই আবার চোট পেয়েছেন তিনি, এবার ঊরুতে। ফলে কাতালান ক্লাবটির জার্সি গায়ে এখনই মাঠে নামা হচ্ছে না তার। সংবাদমাধ্যমের খবর, তাকে আরও পাঁচ সপ্তাহের মতো থাকতে হবে মাঠের বাইরে।
মোনাকোর বিপক্ষে ম্যাচ দিয়ে বৃহস্পতিবার নতুন চেহারার চ্যাম্পিয়ন্স লিগে পথচলা শুরু করবে বার্সেলোনা। এই ম্যাচ তো বটেই, সামনে আরও অনেক ম্যাচেই লোপেসকে পাবে না তারা। সংবাদ সম্মেলনে এটা নিয়ে আক্ষেপ প্রকাশ করার পাশাপাশি নিজেকে দুষলেন বার্সেলোনার নতুন কোচ ফ্লিক।
“ফেরমিনের ব্যাপারটা আসলেই হতাশাজনক। দেশের হয়ে তার দুটি টুর্নামেন্ট ছিল। আমার নিজেকে কিছুটা অপরাধী মনে হচ্ছে, কারণ (স্পেন) অনূর্ধ্ব-২১ দলের কোচের সঙ্গে কথা বলিনি। এসব ক্ষেত্রে সাধারণত আপনাকে বলতে হবে, ‘হ্যালো, তাকে এখানে রেখে দেন’।”
“আমি এই দেশে নতুন। তবে এটা কোনো অজুহাত হয়। তবে এর জন্য নিজেকে অপরাধী মনে হচ্ছে।”
বার্সেলোনার হয়ে গত মৌসুমে অভিষেক হয় লোপেসের। সব প্রতিযোগিতা মিলিয়ে সেবার ৪৩ ম্যাচে ১১ গোল করেন তিনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে পাননি গোলের দেখা।
লোপেসকে হারানো বার্সেলোনার জন্য ধাক্কা বটে। এমনিতেই হ্যামস্ট্রিংয়ে চোটে মাস খানেকের জন্য ছিটকে গেছেন দলটির আরেক মিডফিল্ডার দানি ওলমো। এছাড়া চোটের কারণে বাইরে আছে গাভি, ফ্রেঙ্কি ডি ইয়ং ও মার্ক বের্নাল।
চোটজর্জর দল নিয়েও চলতি মৌসুমের শুরুটা ভালোই হয়েছে বার্সেলোনার। লা লিগায় পাঁচ ম্যাচের সবগুলো জিতে তারা পয়েন্ট টেবিলে এখন শীর্ষে।