ইংলিশ ফুটবল
পর্তুগিজ এই কোচের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদে চুক্তি করেছে ইংলিশ ক্লাবটি।
Published : 01 Nov 2024, 07:14 PM
এরিক টেন হাগকে ছাঁটাই করার কয়েক দিনের মধ্যেই নতুন কোচ বেছে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। পর্তুগিজ কোচ হুবেন আমুরিকে দায়িত্ব দিল ইংলিশ ক্লাবটি।
এতদিন স্পোতিং লিসবনকে কোচিং করানো আমুরির সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে ইউনাইটেড। শর্তসাপেক্ষে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও থাকছে চুক্তিপত্রে।
আমুরির ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দিতে অবশ্য আরও দিন দশেক দেরি হবে। আগামী ১১ নভেম্বর নতুন দায়িত্ব বুঝে নেবেন ৩৯ বছর বয়সী এই কোচ।
দলের টানা ব্যর্থতার দায়ে গত সোমবার ডাচ কোচ টেন হাগকে বরখাস্ত করে, তার সহকারী রুড ফন নিস্টলরয়কে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয় ইউনাইটেড। দলের আগামী তিন ম্যাচেও এই পদে বহাল থাকবেন তিনি।
ওল্ড ট্র্যাফোর্ডে ২৬ বছরের সাফল্যে ভরা অধ্যায় শেষে ২০১৩ সালে কোচিং ক্যারিয়ারের ইতি টানেন কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। তার সময়ে দলটি উঠেছিল সাফল্যের শীর্ষে, প্রিমিয়ার লিগের সফলতম ক্লাব হয়ে ওঠে তারা।
আর তার চলে যাওয়ার পর কক্ষপথ থেকে যেন পুরোই ছিটকে পড়ে দলটি। ফার্গুসন-পরবর্তী সময়ে একবারও প্রিমিয়ার লিগ শিরোপা জিততে পারেনি তারা। এই সময়ে ষষ্ঠ স্থায়ী চুক্তিতে প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আমুরি।
২০১৪ সালে খেলোয়াড়ী জীবনের ইতি টানা সাবেক এই মিডফিল্ডারের কোচিং ক্যারিয়ার খুব একটা দীর্ঘ নয়। তবে, তার অর্জন বেশ চমক জাগানিয়া। ২০২০ সালের মার্চে স্পোর্তিংয়ে যোগ দিয়ে পরের মৌসুমেই দলটিকে লিগ শিরোপা জেতান তিনি; ১৯ বছরের মধ্যে যা ক্লাবটির প্রথম প্রিমেইরা লিগা।
দলকে সবসময় পজেশন ধরে রেখে আক্রমণাত্মক ফুটবলের দর্শকপ্রিয় কৌশলে খেলান আমুরি। তার হাত ধরে গত মৌসুমে দ্বিতীয় লিগ শিরোপা জেতে স্পোর্তিং। এই সময়ে দুটি লিগ কাপও জিতেছে স্পোর্তিং।
তবে, ইউনাইটেডে হয়তো কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে আমুরিকে। এর মূল কারণ, মাঠে দলটির অধারাবাহিক পারফরম্যান্স। দীর্ঘদিন ধরে চলা এই সমস্যা গত মৌসুম থেকে বরং বেড়েছে আরও।
গত মৌসুমে অষ্টম স্থানে থেকে লিগ শেষ করা দলটি এবার এখন পর্যন্ত আরও খারাপ অবস্থানে। ৯ রাউন্ড শেষে মাত্র তিন ম্যাচে জয় পাওয়া দলটি ১১ পয়েন্ট নিয়ে আছে ১৪ নম্বরে।