এশিয়ান কাপ বাছাই
ম্যাচটি নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের বিষয়টি বিবেচনায় রেখে নানা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
Published : 24 Apr 2025, 06:42 PM
জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি নানা কারণে বাংলাদেশ ফুটবলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ম্যাচ দিয়ে ঘরের মাঠে প্রথমবার লাল-সবুজের জার্সিতে খেলতে পারেন হামজা চৌধুরী, যিনি এ মুহূর্তে হয়ে উঠেছেন বাংলাদেশের ফুটবলের বিজ্ঞাপণ। ম্যাচটি নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের বিষয়টি বিবেচনায় রেখে নানা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলতে চায় বাংলাদেশ। এজন্য স্টেডিয়ামের কাজ চলছে পুরোদমে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছ থেকে সবকিছু বুঝে নিয়ে আন্তর্জাতিক মান অনুযায়ী বাকি গোছগাছ সারছে বাফুফেও।
এই ম্যাচে কেবল হামজা নয়, কানাডা প্রবাসী সামিত সোম, ইতালির সেরি ডি’তে খেলা ফাহামিদুল ইসলাম, সান্ডারল্যান্ডে খেলা কিউবা মিচেলও খেলতে পারেন বাংলাদেশের হয়ে। এই প্রবাসীদের খেলা মাঠে বসে উপভোগ করতে উন্মুখ থাকবেন সমর্থকরা। তাদের জন্যও নানা ব্যবস্থা রাখার কথা বৃহস্পতিবার কম্পিটিশন কমিটির সভা শেষে জানালেন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল।
“সমর্থকদের মাঠে ফেরাতে চাই আমরা। সমর্থকরা যেন মাঠে এসে খেলা দেখতে পারেন, এজন্য আজ স্টেডিয়ামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা অনলাইনে টিকেট বিক্রি করব। টিকেটের দাম কত হবে, সেটা মার্কেটিং কমিটি ও ফেডারেশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে। পরবর্তীতে ফেডারেশনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। এছাড়া সমর্থকদের জন্য ফ্যান জোন করা হবে, যেখানে বসেও তারা খেলা উপভোগ করতে পারবেন।”
জাতীয় স্টেডিয়ামে বর্তমানে দর্শকধারণ ক্ষমতা ৩৬ হাজার উল্লেখ করা হলেও মধ্যবর্তী নানা সময়ের সংস্কারে তা কমেছে। আসন বিন্যাস ও টিকেটের দামের বিষয়টি তাই এখনও চূড়ান্ত হয়নি বলে জানালেন তাজওয়ার। তবে সাধারণ গ্যালারির জন্য ’১৮ হাজার ৩শ’ টিকিট বিক্রির এবং স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার ভাবনা নিয়ে এগুচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
“সমর্থকরা যেন খুশি হয়ে মাঠে ফিরে আসে, এটাই আমাদের মূল লক্ষ্য। বিষয়গুলো নিয়ে সামনে আমরা আবার বসব, বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম যেন জাতীয় স্টেডিয়ামের মতো হয়, দেশের বাইরের স্টেডিয়ামের মতো মানসম্পন্ন হয় আমাদের জাতীয় স্টেডিয়ামও, এটা নিয়েই আমাদের আলোচনা ছিল।”
“ওরা (এএফসির প্রতিনিধি) এসে আমাদের যে অবজারভেশন দিয়ে গিয়েছিল কিছু পরিবর্তনের জন্য, এনএসসির সাথে এটা নিয়ে আলোচনা হয়েছে। আশা করি, আগামী (মে মাসের) ২২ তারিখের মধ্যে সেগুলো হয়ে যাবে।”
ভারতের বিপক্ষে গত মার্চে শিলংয়ে গোলশুন্য ড্র দিয়ে বাছাই শুরু করেছে বাংলাদেশ। হংকংয়ের সঙ্গে সিঙ্গাপুরও নিজেদের প্রথম ম্যাচে গোলশুন্য ড্র করেছিল। ‘সি’ গ্রুপের টেবিলে বর্তমানে চার দলেরই পয়েন্ট ১ করে।