দল হেরে গেছে। নিজে টানা দ্বিতীয় ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছেন। এতে যেন হতাশা চরমে পৌঁছায় ক্রিস্তিয়ানো রোনালদোর। ম্যাচ শেষে মেজাজ ধরে রাখতে পারেননি পর্তুগিজ মহাতারকা।
সৌদি প্রো লিগে বৃহস্পতিবার রোনালদোর দল আল নাস্র ১-০ গোলে হারে আল-ইত্তিহাদের মাঠে। ম্যাচে তেমন প্রভাব রাখতে পারেননি ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড। যোগ করা সময়ে তার একটি শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক।
এই হারে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানও হারিয়েছে আল নাস্র। তাদের টপকে চূড়ায় উঠেছে আল-ইত্তিহাদ।
ম্যাচ জুড়ে আল-ইত্তিহাদের সমর্থকরা রোনালদোকে কটূক্তি করে, বারবার তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির নাম ধরে ডাকে তারা।
ম্যাচ শেষে রোনালদো তার অধিনায়কের আর্মব্যান্ড খুলে ফেলেন। আর্মব্যান্ড ছুড়ে ফেলে দিতে যাচ্ছিলেন প্রায়। এরপর সামলে নেন নিজেকে।
সতীর্থদের সঙ্গে গ্যালারির কাছাকাছি গিয়ে আল নাস্র সমর্থকদের সান্ত্বনা দেন তিনি। সেখান থেকে হেঁটে আসার সময় ক্ষিপ্ত দেখা যায় তাকে। টানেলে ঢোকার আগে দৌড়ে গিয়ে ডাগআউটের পাশে রাখা প্লাস্টিকের পানির বোতলে লাথি মারেন। এরপর টানেলের ভেতরে চলে যান।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এই মৌসুমে লিগে ৭ ম্যাচে ৮ গোল করা রোনালদো।
“এই ফলে হতাশ। কিন্তু মৌসুমের সামনের পথচলায় আর খেলায় আমরা মনোযোগী। সমর্থন দেওয়ায় আল নাস্র সমর্থকদের ধন্যবাদ। আমরা জানি, আপনারা সবসময় আমাদের পাশে আছেন।”