লিগ কাপ জয়ী দলটির সামনে মৌসুমে আরও তিনটি ট্রফির হাতছানি আছে।
Published : 15 Mar 2024, 02:10 PM
ক্লাবকে অনেক অনেক সাফল্য এনে দেওয়া কোচ ইয়ুর্গেন ক্লপের বিদায়টা বিশেষভাবে রাঙাতে চায় লিভারপুল। সেই লক্ষ্যে, দলের সবাই চলতি মৌসুমে সম্ভব প্রতিটা ট্রফি জিততে মরিয়া বলে জানালেন ডিফেন্ডার কনর ব্র্যাডলি।
২০১৫ সালে অ্যানফিল্ডে আসার পর থেকে লিভারপুলেকে সাতটি মেজর ট্রফি জিতিয়েছেন ক্লপ। তার হাত ধরেই তিন দশকের হতাশা ঘুচিয়ে ২০২০ সালে লিগ শিরোপা জয়ের স্বাদ পায় তারা। তার আগের মৌসুমে তারা উঁচিয়ে ধরে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও।
আট বছরে দলটিকে সাফল্যের চূড়ায় পৌঁছানো ক্লপ গত জানুয়ারিতে সবাই হতবাক করে দিয়ে বলেন, চলতি মৌসুম শেষে দায়িত্ব ছাড়বেন তিনি।
মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে আছে লিভারপুল। আর কোচের চলে যাওয়ার ঘোষণার পর যেন আরও ঐক্যবদ্ধ হয়েছে পুরো দল। সেই থেকে একটি মাত্র ম্যাচে হেরেছে তারা। এর মধ্যে ঘরে তুলেছে মৌসুমের প্রথম ট্রফিও, লিগ কাপ।
প্রিমিয়ার লিগের টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে লিভারপুল। টিকে আছে এফএ কাপে ও ইউরোপা লিগেও।
ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় স্পার্তা প্রাহাকে দুই লেগ মিলিয়ে ১১-২ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে লিভারপুল। ফিরতি লেগে বৃহস্পতিবার রাতে ৬-১ ব্যবধানে জয়ের পর টিএনটি স্পোর্টসকে ২০ বছর বয়সী রাইট-ব্যাক ব্র্যাডলি বলেন, এখন পুরো দল শিরোপায় রাঙিয়ে কোচকে বিদায় দিতে চায়।
“এই ক্লাবে আমি কোচ হিসেবে কেবল তাকেই চিনি, তাই তার চলে যাওয়াটা আমার জন্য কষ্টের। আমরা শুধু সব শিরোপা জিততে চাই, যেন তাকে আমরা সবচেয়ে ভালোভাবে বিদায় বলতে পারি।”
এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে আগামী রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল।