রিয়াল ভাইয়াদলিদকে অনায়াসে হারিয়ে লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল কার্লো আনচেলত্তির দল।
Published : 02 Apr 2023, 10:13 PM
স্রেফ সাত মিনিটে হ্যাটট্রিকের আনন্দে মাতলেন করিম বেনজেমা। আধা ঘণ্টার একটু বেশি সময়ে চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল রিয়াল মাদ্রিদ। বিরতির পর গোল মিলল আরও দুটি। রিয়াল ভাইয়াদলিদকে উড়িয়ে লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল কার্লো আনচেলত্তির দল।
সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার লা লিগার ম্যাচটি ৬-০ গোলে জিতেছে শিরোপাধারীরা।
রিয়ালের অন্য তিন গোলদাতা রদ্রিগো, মার্কো আসেনসিও ও লুকাস ভাসকেস।
আগের দিন এলচেকে হারিয়ে ১৫ পয়েন্টে এগিয়ে যায় বার্সেলোনা। ব্যবধান আবার ১২ পয়েন্টে নামিয়ে আনল রিয়াল।
২৭ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতালান ক্লাবটি। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।
ঘরের মাঠে পঞ্চম মিনিটে প্রথম সুযোগ পায় স্বাগতিকরা। টনি ক্রুসের কর্নারে অহেলিয়া চুয়ামেনির হেড লক্ষ্যে থাকেনি।
দশম মিনিটে ভাগ্যের ফেরে গোল পায়নি ভাইয়াদলিদ। বক্সের বাইরে থেকে রকি মেসার শট পোস্টে লাগে।
আক্রমণে আধিপত্য ধরে রেখে ২২তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। মাঝমাঠের কাছাকাছি থেকে বল নিয়ে এগিয়ে আসেনসিও পাস দেন বক্সে। ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন রদ্রিগো।
এই প্রথম লা লিগায় এক মৌসুমে ৫ গোল করলেন ব্রাজিলিয়ান উইঙ্গার।
২৯ থেকে ৩৬, এই ৭ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করে রিয়ালকে বড় জয়ের পথে এগিয়ে নেন বেনজেমা।
ভিনিসিউস জুনিয়রের ক্রসে দূরের পোস্টে অনেকটা নিচু হয়ে হেডে প্রথম গোলটি করেন সাবেক ফরাসি ফরোয়ার্ড।
পরের গোলেও অবদান রাখেন ভিনিসিউস। তার পাস ধরে বক্সের বাইরে প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে ডান পায়ের শটে লক্ষভেদ করেন বেনজেমা। এরপর ডান দিকের বাইলাইনের কাছ থেকে রদ্রিগোর ক্রসে ছয় গজ বক্সে ওভারহেড কিকে পূর্ণ করেন হ্যাটট্রিক।
১৯৯২ সালে ফের্নান্দো হিয়েরোর পর রিয়ালের কোনো খেলোয়াড়ের লা লিগায় দ্রুততম হ্যাটট্রিক এটি।
চলতি লিগে বেনজেমার গোল হলো ১৪টি। ১৭ গোল করে তার ওপরে কেবল বার্সেলোনা ফরোয়ার্ড রবের্ত লেভানদোভস্কি।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকবার সফরকারীদের সামনে বাঁধ সাধে পোস্ট। বিরতির পর বদলি হিসেবে মাঠে নামা কিকে পেরেসের জোরাল শট থিবো কোর্তোয়াকে পরাস্ত করলেও পোস্টে লাগে।
৬৩তম মিনিটে রদ্রিগোর একটি প্রচেষ্টাও পোস্টে বাধা পায়। খানিক পর তিনি জালে বল পাঠালেও আক্রমণের শুরুতে ভিনিসিউসের হাতে বল লাগায় গোল মেলেনি।
মাঝে ৬৫তম মিনিটে বেনজেমার বদলি নামেন এদেন আজার। গত ১১ সেপ্টেম্বরের পর এই প্রথম লিগ ম্যাচে মাঠে নামলেন বেলজিয়ান ফরোয়ার্ড।
৭৩তম মিনিটে রদ্রিগোর পাসে কাছ থেকে শটে ব্যবধান আরও বাড়ান আসেনসিও। আর যোগ করা সময়ে আজারের পাস থেকে দলের ষষ্ঠ গোলটি করেন ভাসকেস।
আগামী বুধবার কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি লেগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের প্রস্তুতিটা দারুণ হলো রিয়ালের। প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছিল মাদ্রিদের দলটি।