ফরাসি ফুটবল
একটি পেনাল্টির সিদ্ধান্তকে কেন্দ্র করে আগ্রাসী প্রতিক্রিয়া দেখিয়েছিলেন লিওঁ কোচ পাউলো ফন্সেকা।
Published : 06 Mar 2025, 03:47 PM
মেজাজ হারিয়ে ফেলার বড় শাস্তি পেয়েছেন পাউলো ফন্সেকা। একটি পেনাল্টির সিদ্ধান্তকে কেন্দ্র করে রেফারির দিকে ‘তেড়ে যাওয়ায়’ লিওঁ কোচকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করেছে ফরাসি পেশাদার ফুটবল লিগ (এলএফপি)।
এলএফপি বুধবার এক বিবৃতিতে বলেছে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ম্যাচের আগে, ম্যাচ চলাকালীন কিংবা পরে বেঞ্চে থাকতে, অফিসিয়াল ড্রেসিংরুমে প্রবেশ করতে ফন্সেকাকে নিষেধ করা হয়েছে। এমনকি কোনো অফিসিয়াল অনুষ্ঠানেও পর্তুগিজ এই কোচকে অংশ নিতে বারণ করা হয়েছে।
ঘটনাটি ঘটে লিগ আঁ’য় লিওঁর সবশেষ ম্যাচে। শুরুতে পিছিয়ে পড়ার পর দুই গোল করে ব্রেস্তের বিপক্ষে ওই লড়াইয়ে ২-১ ব্যবধানে জেতে লিওঁ।
ম্যাচের যোগ করা সময়ের একেবারে শেষ দিকে ঘটে ফন্সেকার মেজাজ হারানোর ঘটনা। ব্রেস্তের পক্ষে একটি সম্ভাব্য পেনাল্টি রিভিউ করছিলেন রেফারি বেনোয়া মিইয়ো। শেষ পর্যন্ত যদিও পেনাল্টি পায়নি ব্রেস্ত।
কিন্তু রেফারি সিদ্ধান্ত জানানোর আগেই তার দিকে তেড়ে যান ৫২ বছর বয়সী ফন্সেকা। সঙ্গে সঙ্গে তাকে লাল কার্ড দেখান রেফারি।
পরে ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপেকে সোমবার ওই মুহূর্তের কথা তুলে ধরেন রেফারি মিইয়ো।
“সে ভয় দেখানোর মনোভাব নিয়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং আমি তাকে সরাসরি লাল কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিই। এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল।”
“তার মনোভাব ছিল খুব তীব্র, আমাকে আঘাত করার চেষ্টাও করছিল। মাথা দিয়ে মাথায় আঘাত করতে চেয়েছিল। আমি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণারও সময় পাইনি, যেটা পেনাল্টি ছিল না। সুনির্দিষ্টভাবে বলতে গেলে, তার নাকের সামান্য স্পর্শও পেয়েছিলাম বলে মনে হয়েছিল।”
লিওঁর খেলোয়াড়রা ফন্সেকাকে টেনে সরিয়ে দিয়ে উত্তপ্ত সেই পরিবেশ শান্ত করেন। পরে অবশ্য নিজের ক্ষোভের জন্য ক্ষমাও চান ফরাসি ক্লাবটির কোচ। তবে শাস্তি থেকে বাঁচতে পারেননি তিনি।
ফন্সেকার ওপর কঠোরতা ও এত দ্রুত নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে লিওঁ। এলএফপির সিদ্ধান্তের সমালোচনাও করেছে ফরাসি ক্লাবটি।