ম্যাচের যোগ করা সময়ে একটি পেনাল্টি গোলের পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন আর্জেন্টিনার জনপ্রিয় দুই ক্লাব রিভার প্লেট ও বোকা জুনিয়র্সের খেলোয়াড়রা।
Published : 08 May 2023, 04:57 PM
রিভার প্লেট ও বোকা জুনিয়র্সের সুপার ক্লাসিকো ঘিরে এমনিতেই উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। এবার অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হলো এই লড়াই। ম্যাচের যোগ করা সময়ে একটি পেনাল্টি গোলের পর হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই দলের খেলোয়াড়রা, যা চলল ১৫ মিনিট ধরে। রেফারি লাল কার্ড দেখালেন সাত জনকে!
আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনের ম্যাচে রোববার ঘরের মাঠে বোকা জুনিয়র্সকে ১-০ গোলে হারায় রিভার প্লেট। ৯৩তম মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন স্ট্রাইকার মিগুয়েল বোর্হা।
এল মনুমেন্তালে উপস্থিত ৮৩ হাজার দর্শকের বেশিরভাগই তখন উচ্ছ্বাসে ফেটে পড়েন। বুনো উল্লাসে মাতেন রিভার প্লেটের খেলোয়াড়রা।
এরপরই রিভার প্লেটের খেলোয়াড়দের দিকে তেড়ে যান বোকার আর্জেন্টাইন গোলরক্ষক সের্হিও রোমেরো। ডাগআউট থেকে মাঠে ঢুকে পড়েন দুই দলের বেঞ্চের খেলোয়াড়রা। শুরু হয়ে যায় হাতাহাতি। কিছুতেই তা থামছিল না।
পরে রিভার প্লেটের ও বোকার তিন জন করে খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি। লাল কার্ড দেখেন বোকার কোচ হোর্হে আলমিরনও।
এই হাতাহাতির ফলে যোগ করা সময়ের স্থায়িত্ব ছিল ১৯ মিনিট!