ইউরোপিয়ান ফুটবলে ১৩ বছরের অধ্যায় শেষে এবার ব্রাজিলে পাড়ি জমালেন এই ডাচ ফরোয়ার্ড।
Published : 10 Sep 2024, 12:21 PM
আতলেতিকো মাদ্রিদ ছাড়ার পর নতুন ঠিকানা খুঁজছিলেন মেম্ফিস ডিপাই। শেষ পর্যন্ত শুধু স্পেন নয়, ইউরোপিয়ান ফুটবলই ছেড়ে গেলেন তিনি। নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ড যোগ দিলেন ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সে।
‘ফ্রি এজেন্ট’ হিসেবে ক্যারিয়ারের নতুন এই অধ্যায় শুরু করছেন ৩০ বছর বয়সী ফুটবলার। চুক্তির আর্থিক বিষয়াদি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবর, ৭ কোটি ব্রাজিলিয়ান রিয়ালের (প্রায় ১ কোটি ২৫ লাখ মার্কিন ডলার) চু্ক্তি এটি।
২০১১ সালে পিএসভি আইন্দহোভেনে পেশাদার ক্যারিয়ার শুরু করে পরে ম্যানচেস্টার ইউনাইটেড, লিওঁ, বার্সেলোনায় খেলে সবশেষ গত বছরের জানুয়ারিতে আতলেতিকোয় নাম লেখায় মেম্ফিস। মাদ্রিদের ক্লাবটির সঙ্গে তার চুক্তি ছিল আড়াই বছরের। কিন্তু এক বছর বাকি থাকতেই দুই পক্ষের সমঝোতায় ছিন্ন হয় বন্ধন।
নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে ১১ বছরের ক্যারিয়ারে ৯৮ ম্যাচ খেলে ৪৬ গোল করেছেন মেম্ফিস। তবে চলতি নেশন্স লিগের দলে তাকে রাখেননি কোচ রোনাল্ড কুমান।
নেদারল্যান্ডস দলে মেম্ফিসের ফেরার দুয়ার অবশ্য বন্ধ করেননি কোচ। সম্প্রতি সৌদি আরবের ফুটবলে পাড়ি দেওয়ায় স্টেভেন বেরহাইনকে দল থেকে বাদ দেওয়ার কথা সরাসরিই বলেছেন কুমান। কিন্তু মেম্ফিসের ক্ষেত্রে ব্যাপারটি ভিন্ন, বলেছেন কোচ।
“বেরহাইনের সৌদি আরবে চলে যাওয়া মানতে পারিনি, তবে মেম্ফিসের ব্যাপারটি ভিন্ন। ব্রাজিলিয়ান ফুটবলের মান অন্যরকম (সৌদি আরবের চেয়ে)। কাজেই মেস্ফিস এখনও জাতীয় দলের অংশ হতে পারে। তবে অবশ্যই এটা নির্ভর করবে তার ফিটনেস ও পারফরম্যান্সের ওপর।”