ইংলিশ প্রিমিয়ার লিগ
শিরোপার আশা শেষ হয়ে গেলেও দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবলের প্রশংসা করেছেন লিভারপুল কোচ।
Published : 14 May 2024, 04:29 PM
লিভারপুল অধ্যায় সমাপ্তির দুয়ারে দাঁড়িয়ে ইয়ুর্গেন ক্লপ। ঘরের বাইরে দলটির ডাগআউটে শেষবারের মতো দাঁড়ান তিনি অ্যাস্টন ভিলায়। ম্যাচ শেষে অ্যাওয়ে সমর্থকদের বিদায় জানান জার্মান কোচ। পাগলাটে ভক্তদের সঙ্গে চমৎকার এক সম্পর্ক গড়ে ওঠার কথা বলেন তিনি।
ইংলিশ ক্লাবটির দায়িত্বে ঘরের বাইরে শেষ ম্যাচটিতে জিততে পারেননি ক্লপ। অ্যাস্টন ভিলার বিপক্ষে সোমবার ৩-৩ ড্র করে তার দল।
ম্যাচটি অবশ্য জয়ের পথেই ছিল লিভারপুল। কিন্তু ৮৪ মিনিট পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে ছিল তারা। কিন্তু শেষ দিকে দৃশ্যপটই পাল্টে দেন বদলির বদলি হিসেবে নামা ভিলার তরুণ ফরোয়ার্ড জন দুরান। তিন মিনিটের মধ্যে তার দুই গোলে সমতায় শেষ হয় ম্যাচ।
ম্যাচটি জিততে না পারলেও ক্লপকে ভালোবাসায় সিক্ত করেন লিভারপুলের সমর্থকরা। বিদায়ী কোচকে হাততালি দিয়ে জানান অভিনন্দন। সেখানে যোগ দেন ভিলার সমর্থকরাও। ম্যাচ শেষে ওই সময়ের অনুভূতির কথা জানালেন ক্লপ।
“আমি জানি, এটাই শেষবার। তবে ঠিক ওইরকম কিছু মনে হচ্ছে না। অ্যাওয়ে সমর্থকরা বরাবরই পুরোপুরি পাগলাটে ছিল। তারা কীভাবে কি করেছে, কোথায় ছিল, আমরা বছর জুড়ে তাদের অনেক ভ্রমণ করিয়েছি। চমৎকার একটি সম্পর্ক এটি।”
গত জানুয়ারিতে হুট করে মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দেন ক্লপ। অ্যানফিল্ডের দলটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। কিন্তু আগেভাগেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন ৫৬ বছর বয়সী এই কোচ।
২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের দায়িত্ব নেন ক্লপ। তার সময়ে সব বড় শিরোপাই জিতেছে দলটি। ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি তারা ঘরে তোলে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ শিরোপা। ৩০ বছরের খরা কাটিয়ে তার কোচিংয়েই ২০১৯-২০ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জেতে তারা।
২০২১-২২ মৌসুমে ঘরোয়া ডাবল (লিগ কাপ ও এফএ কাপ) জেতে লিভারপুল। সেবার চার শিরোপা জয়ের খুব কাছে গিয়েছিল দলটি। শেষ দিনের লড়াইয়ে তাদের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে প্রিমিয়ার লিগ জিতে যায় ম্যানচেস্টার সিটি। আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তারা হেরে যায় রেয়াল মাদ্রিদের কাছে। ২০১৭-১৮ মৌসুমেও ইউরোপ সেরার প্রতিযোগিতাটির ফাইনালে খেলেছিল ক্লপের দল।
গত মৌসুমে অবশ্য কোনো শিরোপা জিততে পারেনি লিভারপুল। এবার কেবল জিততে পেরেছে তারা লিগ কাপ। প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়েও অনেকটা সময় এগিয়ে ছিল তারা। কিন্তু শেষ দিকে এসে খেই হারিয়ে ফেলে ছিটকে পড়ে তারা সেই লড়াই থেকে।
তবে মৌসুমে জুড়ে যে দৃঢ়তা দেখিয়েছে দল, তাতে বেশ সন্তুষ্ট ক্লপ। তার মতে, আগামীর সাফল্যের ভিত্তি হবে এই মানসিকতা।
“কোথায় থেকে আমরা তিন নম্বরে এসেছি, এটাও একটা ব্যাপার। আমার জন্য এই মৌসুমের গল্পটি হলো, ছেলেরা সত্যিই ভালো মনোবল এবং দুর্দান্ত মনোভাব দেখিয়েছে-এ কারণেই আজ আমরা এখানে এবং এ কারণেই আমাদের পয়েন্ট এখন ৭৯।”
“এটা নিয়ে আমি খুব খুশি তা কিন্তু নয়। এক কিংবা দুই সপ্তাহের জন্য এটা মানতেই হবে যে, লিগে আমরা সেরা অথবা দ্বিতীয় সেরা দল হতে পারিনি। তবে ভবিষ্যতের জন্য এটা একটি ভালো ভিত্তি এবং এখন আমরা এইটুকুই চাইতে পারি।”
লিভারপুল হয়ে ক্লপের শেষ আগামী রোববার। ঘরের মাঠে সেদিন উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে খেলবে তার দল।
এখন পর্যন্ত ৩৭ ম্যাচ খেলে ৭৯ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে আছে লিভারপুল। সমান ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮৫, তাদের অবস্থান দ্বিতীয়।