পেপ গুয়ার্দিওলার বিশ্বাস, কোনো সমস্যা ছাড়াই সব লিগে পারফর্ম করতে পারবেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার।
Published : 11 Mar 2023, 04:16 PM
বুন্ডেসলিগা মাতিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগেও দ্রুত মানিয়ে নিয়েছেন আর্লিং হলান্ড। অভিষেক মৌসুমেই দুর্দান্ত খেলছেন তিনি। ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলার বিশ্বাস, বিশ্বের যেকোনো প্রান্তেই ভালো করবে নরওয়ের তারকা।
প্রথমে সালসবুর্কের হয়ে আলো ছড়িয়ে আলোচনায় আসেন হলান্ড। এরপর বরুশিয়া ডর্টমুন্ডে গোলের পর গোল করে হয়ে ওঠেন সময়ের সেরা স্ট্রাইকারদের একজন। সেখান থেকেই গত গ্রীষ্মের দলবদলে সিটিতে যোগ দেন ২২ বছর বয়সী ফরোয়ার্ড।
জার্মানিতে যেখানে শেষ করেছিলেন, ইংল্যান্ডে যেন সেখান থেকেই শুরু করেন হলান্ড। প্রিমিয়ার লিগে এরই মধ্যে করে ফেলেছেন সর্বোচ্চ ২৭ গোল। তার সামনে হাতছানি প্রিমিয়ার লিগে এক মৌসুমে ৩৪ গোলের রেকর্ড ভেঙে দেওয়ার।
লিগে হলান্ডের দল শনিবার মাঠে নামবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাবেক ডর্টমুন্ড ফুটবলারকে প্রশংসায় ভাসান গুয়ার্দিওলা।
হলান্ড ইংল্যান্ডে খেলার জন্য বিশেষভাবে উপযুক্ত কি-না, এই প্রশ্নের উত্তরে স্প্যানিশ এই কোচ বলেন, সব লিগেই মানিয়ে নেওয়ার সামর্থ্য আছে হলান্ডের।
“আমি বলব জার্মানি, স্পেন, ইতালি, নরওয়ে, কঙ্গো, সব জায়গায় খেলার জন্য উপযুক্ত সে।”
“এই ধরনের খেলোয়াড়রা সর্বত্র মানিয়ে নেয়; আফ্রিকা, দক্ষিণ আমেরিকাতেও, কোনো সমস্যা হয় না।”