নারী এককে নসকোভার অবিশ্বাস্য যাত্রা থামিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন আসরের আরেক চমক ডায়ানা ইয়াস্ত্রেমস্কা।
Published : 24 Jan 2024, 04:23 PM
মেলবোর্নে দুর্দান্ত এক লড়াইয়ের সাক্ষী হলো টেনিসপ্রেমীরা। দানিল মেদভেদেভ ও হুবের্ত হুরকাজের মধ্যে রোমাঞ্চকর লড়াইয়ে মোড় বদল হলো বারবার। অভিজ্ঞতার সব অস্ত্র মেলে ধরে শেষ পর্যন্ত জয়ের দেখা পেলেন মেদভেদেভ।
রড লেভার অ্যারেনায় বুধবার পাঁচ সেটের লড়াইয়ে ৭-৬(৭-৪), ২-৬, ৬-৩, ৫-৭, ৬-৪ গেমে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন রুশ তারকা।
২০২১ সালে ইউএস ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতা মেদভেদেভ ক্যারিয়ারে দ্বিতীয় মেজর জয়ের অভিযানে আছেন। প্রায় চার ঘণ্টার লড়াইটা যে ছিল প্রায় সমানে-সমান, তা ২৭ বছর বয়সী এই খেলোয়াড়ের কণ্ঠেই ম্যাচ শেষে শোনা গেল।
“এই মুহূর্তে নিজেকে কিছুটা বিধ্বস্ত লাগছে। সে ভালো খেলেছে…আমি কেবল চেষ্টাই করতে পারতাম এবং যা সম্ভব সেটাই আমাকে করতে হতো। তারপরও, হারলে হারতাম।”
ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার তৃতীয় বাছাই মেদভেদেভ খেলবেন স্পেনের কার্লোস আলকারাস কিংবা জার্মানির আলেক্সান্ডার জেভেরেভের বিপক্ষে।
নারী এককে আসরের শুরু থেকে দারুণ সব চমক উপহার দেওয়া ডায়ানা ইয়াস্ত্রেমস্কা ও লিন্দা নসকোভা মুখোমুখি হয়েছিলেন। তবে এবার আর পেরে ওঠেননি চেক রিপাবলিকের টিনএজার নসকোভা। তাকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছেন ইউক্রেইনের ইয়াস্ত্রেমস্কা।
ক্যারিয়ারে এই প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামে সেমি-ফাইনালে উঠলেন বর্তমানে র্যাঙ্কিংয়ের ৯৩ নম্বরে থাকা ইয়াস্ত্রেমস্কা।