‘বার্সেলোনা লা লিগা শিরোপা জিতে যায়নি’

শিরোপা নিশ্চিত হওয়ার পরই কেবল উদযাপন করতে চান বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2023, 04:56 PM
Updated : 9 April 2023, 04:56 PM

একদিকে দুরন্ত গতিতে ছুটছে বার্সেলোনা, অন্য দিকে ধারাবাহিকতা হারিয়ে ভুগছে রিয়াল মাদ্রিদ। তাতে লা লিগা শিরোপা জয়ের দৌড়ে অনেক দূর এগিয়ে গেছে শাভি এর্নান্দেসের দল। ঘরের মাঠে রিয়ালের আরেকটি হারে তাদের সামনে সুযোগ এসেছে ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার। তবে এই পর্যায়ে এসে আত্মতুষ্টিতে ভুগতে চান না বার্সেলোনা কোচ। দলের সবাইকে মনে করিয়ে দিয়েছেন, এখনও শিরোপা জিতে যাননি তারা।

ভিয়ারিয়ালের বিপক্ষে শনিবার ৩-২ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল। এতে শিরোপা ধরে রাখার ক্ষীণ সম্ভাবনাটুকু আরও ফিকে হয়ে গেছে রিয়ালের। বার্সেলোনার সামনে সুযোগ এসেছে ১৫ পয়েন্টে এগিয়ে যাওয়ার।

২৭ ম্যাচে ২৩ জয় ও দুই ড্রয়ে কাতালান ক্লাবটির পয়েন্ট ৭১। এক ম্যাচ বেশি খেলা রিয়ালের পয়েন্ট ৫৯। জিরোনার বিপক্ষে জিতে শিরোপা পুনরুদ্ধারের পথে আরও অনেকটা এগিয়ে যাওয়ার সুযোগ বার্সেলোনার সামনে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার রাত ১টায়। এর আগের দিন সংবাদ সম্মেলনে শাভি বললেন, লড়াইয়ের শেষ ভাগে এসে আয়েশী হয়ে যেতে চান না তারা।

“(লা লিগা) জেতা হয়ে গেছে তা ভাবা যাবে না, এখনও ১১টি ম্যাচ বাকি আছে। যখন লিগ জিতব, তখন আমরা তা উদযাপন করব। আমাদের এটি জিততেই হবে। কোপা (দেল রে) থেকে বাদ পড়ার পর আগামীকালের ম্যাচটি আমাদের জন্য খুব ভালো একটি পরীক্ষা হবে।”

“আমরা নিজেদের ওপর নির্ভর করি। ১৫ পয়েন্ট হবে দুর্দান্ত একটি ব্যবধান। এতে অবশ্য সব কাজ শেষ হয়ে যাবে না, তবে এটা খুব বড় ব্যবধান হবে। লিগ জেতা হবে অসাধারণ।”