চ্যাম্পিয়ন্স লিগ
Published : 01 May 2025, 05:26 PM
প্রথম লেগে দুইবার পিছিয়ে পড়েও ড্র নিয়ে মাঠ ছাড়তে পারার স্বস্তি আছে। তবে ফিরতি লেগ ইন্টার মিলানের মাঠে। বার্সেলোনার জন্য কাজটা হবে আরও কঠিন। ম্যাচটিকে তাই ‘ফাইনাল’ ভেবেই মাঠে নামার কথা বললেন স্প্যানিশ দলটির কোচ হান্সি ফ্লিক।
চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে বুধবার ঘরের মাঠে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-৩ ড্র করে বার্সেলোনা।
প্রথম মিনিটে পিছিয়ে পড়ার পর ২১তম মিনিটে কাতালান দলটি হজম করে আরেকটি গোল। সেই ধাক্কা সামলে প্রথমার্ধেই গোল দুটি শোধ করে দেন লামিনে ইয়ামাল ও ফেররান তরেস।
ডেনজেল ডামফ্রিসের দ্বিতীয় গোল দ্বিতীয়ার্ধে আবার এগিয়ে দেয় ইন্টারকে। দুই মিনিট পরই লড়াইয়ে সমতা ফেরে ইতালিয়ান দলটির গোলরক্ষক ইয়ান সমেরের আত্মঘাতী গোলে, যেখানে পুরো কৃতিত্ব বার্সেলোনার রাফিনিয়ার।
আগামী মঙ্গলবার মিলানের সান সিরোয় হবে ফিরতি লেগ। প্রথম লেগের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফ্লিক বলেন, নিজেদের সর্বোচ্চটা দিয়ে সুযোগটা কাজে লাগাতে চান তারা।
“আমরা শুরুটা ভালো করতে পারিনি। আমরা দুটি গোল হজম করি, তবে এরপর ঘুরে দাঁড়াই। দ্বিতীয়ার্ধে আমাদের পারফরম্যান্সের ওঠা-নামা ছিল। দর্শকদের (দেখার) জন্য অসাধারণ এক ম্যাচ ছিল। দুই ম্যাচের প্রথমটি এটা। মিলানে আমাদের জিততে হবে। ম্যাচটি ফাইনালের আগে আরেকটি ফাইনাল।”
প্রথম লেগে ইন্টারের তিনটি গোলেরই উৎস ছিল সেট পিস। এই জায়গায় আরও সতর্ক হতে হবে বলে মনে করেন বার্সেলোনা কোচ।
“আমরা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল নিয়ে কথা বলছি। তারা (ইন্টার মিলান) দুর্দান্ত দল। তাদের অভিজ্ঞতা আছে। আজ (বুধবার) তা দেখিয়েছে তারা। সেট পিসে তারা সুবিধা নিয়েছে। তাদের চার-পাঁচ জন খুব লম্বা খেলোয়াড় আছে এবং তারা সেই সুযোগটি কাজে লাগিয়েছে।”
পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়ন বার্সেলোনার সামনে ২০১৫ সালের পর প্রথমবার ফাইনালে ওঠার হাতছানি। তিনবারের শিরোপা জয়ী ইন্টার সবশেষ ফাইনালে খেলেছে ২০২৩ সালে।