জাতীয় ক্রীড়া পরিষদ
‘সাইবার ফোর্স সনাতনী’ নামের হ্যাকারদের গ্রুপ জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট হ্যাক করেছিল।
Published : 28 Jan 2025, 09:57 PM
জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট (nsc.gov.bd) ফিরেছে আগের চেহারায়। মঙ্গলবার রাতে হ্যাকারদের কবলে থেকে উদ্ধার করা হয়েছে সরকারি এই ওয়েবসাইট।
‘সাইবার ফোর্স সনাতনী’ নামের হ্যাকারদের গ্রুপ ওয়েবসাইট হ্যাক করার দায় স্বীকার করে একটি বার্তা ঝুলিয়ে দেয় মূল পাতায়।
“সকল হিন্দু ও হিন্দু দেবদেবীদের সম্মান করুন। আমি দীর্ঘদিন ধরে দেখছি, কিছু মুসলিম আমাদের হিন্দু ধর্মকে অপমান করছে। আমি বলছি যে, হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হলে সরকারের সব ওয়েবসাইট হ্যাকড করা হবে। এবং আমি হিন্দুধর্মের অপমান/অবমাননা বন্ধ করতে চাই।”
রাত সাড়ে ৮টায় ভিজিট করার সময় দেখা যায় তখনও জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট ছিল হ্যাকারদের নিয়ন্ত্রণে। মূল পাতায় ছিল তাদের বার্তা- “হ্যাকড বাই সাইবার ফোর্স সনাতনী।”
সে সময় এনএসসি সচিব মো. আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে বিষয়টি জানিয়েছি। তারা চেষ্টা করছে ওয়েবসাইটটি উদ্ধার করার।”
সাড়ে ৯টায় আমিনুল জানান ওয়েবসাইট ফিরে পেয়েছেন তারা।
“আলহামদুলিল্লাহ। ওয়েবসাইটের ইস্যুর (হ্যাকড) সমাধান হয়েছে। খুব স্বল্প পরিমাণ ডাটা হারিয়েছে, সেটাও আমাদের টিম উদ্ধারের চেষ্টা করছে।”
হ্যাকারদের কবল থেকে ওয়েবসাইটটি উদ্ধারের পর মূল পেজ ফিরেছে আগের চেহারায়। সেখানে তারুণ্যের উৎসব-২০২৫ এই আয়োজনের ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান সংবলিত উইমেন’স সাফ জয়ী দলের ছবি ভেসে উঠছে শুরুতেই।