চ্যাম্পিয়ন্স লিগ
গোল কে করল, কীভাবে করল এসব নিয়ে ভাবতেই চান না হোসেলু, আর্সেনালের বিপক্ষে তিনি চান গোল।
Published : 15 Apr 2025, 04:29 PM
রেয়াল মাদ্রিদের স্টেডিয়াম সান্তিয়াগো বের্নাবেউয়ের ‘সামর্থ্যে’ অগাধ আস্থা হোসেলুর। অভিজ্ঞ এই স্ট্রাইকারের বিশ্বাস, আর্সেনালের বিপক্ষে শুরুর দিকে গোল পেলে বাকিটা করে দেবে প্রিয় এই মাঠ।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রেয়ালের পঞ্চদশ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হোসেলুর। বর্তমানে কাতারের ক্লাব এল ঘারাফার হয়ে খেলছেন ৩৫ বছর বয়সী স্ট্রাইকার। লুসাইলে মোটোজিপি দেখতে এসে সেখানেই স্প্যানিশ ক্রীড়া পত্রিকা এএসের মুখোমুখি হন তিনি।
“আর্সেনালের বিপক্ষে জিততে হলে কী করতে হবে? আমার মনে হয়, রেয়ালের প্রথম যে কাজটা করতে হবে, সেটা হলো যত দ্রুত সম্ভব গোল করা। সেটা করতে পারলে বাকিটা বের্নাবেউ করে দেবে। এমনকি ম্যাচ যদি অতিরিক্ত সময়ে যায়, রেয়াল সেটা ফেভারিট হিসেবে শুরু করবে।”
“গোল কে করবে সেটা নিয়ে ভাবছি না, যে-ই হোক, যে-ই। কারণ, গুরুত্বপূর্ণ হলো সেমি-ফাইনালে যাওয়া, গোলদাতা নয়। যেটা বললাম, গুরুত্বপূর্ণ হলো শুরুর দিকে গোল করা। এরপর বাকিটা বরাবরের মতো বের্নাবেউয়ের উপর ছেড়ে দিন।”
কাজটা এরপরও সহজ নয়, আর্সেনালের মাঠে প্রথম লেগে একপেশে লড়াইয়ে ৩-০ ব্যবধানে হেরে অনেকটা পিছিয়ে আছে রেয়াল। আগামী বুধবার কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে তারা খেলবে ঘরের মাঠে।
ফিরে আসার অনেক অভাবনীয় গল্প লিখেছে রেয়াল। ঘরের মাঠে তারই একটা নতুন অধ্যায় দেখতে উন্মুখ হোসেলু।
“হ্যাঁ, আমি সব সময় ফিরে আসার ব্যাপারে আস্থাশীল। দেখুন, একটা ব্যাপার পরিষ্কার। যদি কোনো দলের এমন কিছু করার সামর্থ্য থাকে, সেটা হলো রেয়াল মাদ্রিদ।”
“অবশ্যই সম্ভাবনা আছে, যখন আপনি রেয়াল মাদ্রিদের কথা বলবেন তখন সম্ভাবনা থাকবেই। যেমনটা (টনি) ক্রুস বলে। এটা কঠিন হবে, তবে কোনো দল যদি সেটা করতে পারে তো তারা হলো রেয়াল মাদ্রিদ।”