আন্তর্জাতিক ফুটবল
রেয়াল মাদ্রিদের দুই খেলোয়াড়ের দুর্ভাগ্য গাব্রিয়েল মার্তিনেল্লি ও লিও ওরচিসের জন্য বয়ে আনল সৌভাগ্য।
Published : 10 Nov 2024, 03:22 AM
ক্লাব রেয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় চোট পেয়ে ছিটকে যাওয়া রদ্রিগো ও এদের মিলিতাওয়ের বদলি বেছে নিল ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী দুই ম্যাচের দলে ডাক পেলেন গাব্রিয়েল মার্তিনেল্লি ও লিও ওরচিস।
আসন্ন আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে রেয়ালের শেষ ম্যাচে শনিবার ওসাসুনার বিপক্ষে ৪-০ গোলে জয়ের দিনে চোট পান রদ্রিগো ও মিলিতাও। ২০তম মিনিটে উইঙ্গার রদ্রিগো চোট পেয়ে মাঠ ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর হাঁটুর মারাত্মক চোটে স্ট্রেচারে মাঠ ছাড়েন ডিফেন্ডার মিলিতাও।
পরীক্ষা-নিরীক্ষার পর মিলিতাওয়ের এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চোটের কথা জানায় রেয়াল। অস্ত্রোপচার লাগবে তার। ২৬ বছর বয়সী এই সেন্টার-ব্যাককে ৯ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
রদ্রিগো চোট পেয়েছেন পেশিতে। তাকে অন্তত এক মাস বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে।
তার জায়গায় দলে আসা আর্সেনাল ফরোয়ার্ড মার্তিনেল্লি এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন ১৪ ম্যাচ।
আর ফ্লামেঙ্গোর ২৮ বছর বয়সী সেন্টার-ব্যাক ওরচিসের এখনও আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়নি। তিনি প্রথমবার জাতীয় দলে ডাক পান ২০২১ কোপা আমেরিকার মাঝপথে, চোটে ছিটকে যাওয়া ফেলিপের বদলি হিসেবে।
বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল, পাঁচ দিন পর তাদের লড়াই উরুগুয়ের সঙ্গে।
২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১০ ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ব্রাজিল। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে উরুগুয়ে। ১১ পয়েন্ট নিয়ে আটে আছে ভেনেজুয়েলা।
২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।