কোপা আমেরিকা
চিলি ফুটবল ফেডারেশনের সেই অনুরোধ নাকচ করে দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।
Published : 01 Jul 2024, 02:59 PM
কানাডা ম্যাচের রেফারিং নিয়ে কড়া সমালোচনা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েই থামেনি চিলি। দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে তারা। সঙ্গে ওই ম্যাচে দায়িত্ব পালন না করা কলম্বিয়ান রেফারি উইলমার রোলদানকে নিষিদ্ধ করার অনুরোধ করেছে চিলি ফুটবল ফেডারেশন (এফএফসি)।
কানাডার বিপক্ষে রোববার গোলশূন্য ড্র করে এবারের কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে চিলি। কানাডাকে পেছনে ফেলতে জয় প্রয়োজন ছিল দুইবারের চ্যাম্পিয়নদের। কিন্তু ম্যাচের ২৭তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয়ে যায় তারা। একজন কম নিয়ে খেলে কাঙ্ক্ষিত জয় আর পায়নি দলটি।
ম্যাচের দ্বাদশ মিনিটে চিলির ডিফেন্ডার গাব্রিয়েল সুয়াসোকে হলুদ কার্ড দেখান রেফারি রোলদান। পরে ২৭তম মিনিটে আরেকটি হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় ওই খেলোয়াড়কে। সতীর্থকে লাল কার্ড দেখানোর সময় তীব্র প্রতিবাদ জানান চিলির খেলোয়াড়রা। ম্যাচ শেষে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় রেফারিকে কাঠগড়ায় তোলেন অভিজ্ঞ স্ট্রাইকার আলেক্সিস সানচেস।
এফএফসি বলেছে, কানাডার বিপক্ষে চিলির লড়াইয়ে ‘গুরুতর ভুল’ করেছেন রোলদান। রেফারির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি।
এফএফসি-র দাবি, ম্যাচের পঞ্চম মিনিটে তাদের খেলোয়াড় রদ্রিগো এচেভেরিয়ার মুখে কানাডিয়ান ডিফেন্ডার মোইসে বম্বিটো কনুই দিয়ে আঘাত করার ঘটনাটি রেফারি এড়িয়ে গেছেন, ভিএআরও তা পরীক্ষা করেনি।
কনমেবলের রেফারি কমিশনকে লেখা চিঠিতে এফসিসি আরও বলেছে, ২০২১ সালের কোপা আমেরিকায় প্যারাগুয়ের কাছে গ্রুপ পর্বে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচেও চিলিকে পেনাল্টি দেননি রোলদান।
কলম্বিয়ান এই রেফারিকে নিষিদ্ধ করতে এফসিসি-র অনুরোধ অবশ্য নাকচ করে দিয়েছে কনমেবল।
এছাড়া এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনা এবং পেরুর বিপক্ষে চিলির ম্যাচে উরুগুয়ের আন্দ্রেস মাতোন্তে ও ব্রাজিলের উইলতন সাম্পাইয়োর রেফারিং নিয়েও প্রশ্ন তুলেছে এফএফসি।