চ্যাম্পিয়ন্স লিগ
বড় স্বপ্ন দেখতে বাধা নেই, তবে কোচ ও খেলোয়াড়দের পা থাকতে হবে মাটিতে, মত হান্সি ফ্লিকের।
Published : 08 Apr 2025, 08:07 PM
দুই দলের প্রথম দেখার জয়কে বড় করে দেখছে না বার্সেলোনা। সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হওয়ার আগে সাবধানী হান্সি ফ্লিক।
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বুধবার ডর্টমুন্ডের মুখোমুখি হবে বার্সেলোনা। আগের দিন সংবাদ সম্মলেনে, চলতি বছরে অপরাজিত থাকার উচ্ছ্বাসে ভেসে না যাওয়ার কথা বললেন দলটির প্রধান কোচ ফ্লিক।
“আমরা স্বপ্ন দেখতে পারি, তবে খেলোয়াড় ও কোচদের অবশ্যই পা মাটিতে রাখতে হবে। আমরা কি অর্জন করেছি, সেটা আমাদের দেখতে হবে। কঠোর পরিশ্রমের ভিত্তিতে অবশ্যই এগুলো শেষ নয়। এগিয়ে যেতে হলে প্রতিটি বাধা আমাদের অতিক্রম করে যেতে হবে।”
নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে ডর্টমুন্ডের সঙ্গে দেখা হয়েছিল বার্সেলোনার। দুইবার সমতা ফেরালেও তারা শেষ পর্যন্ত জিতেছিল ৩-২ গোলে। এবার আরেকটি জয়ে চোখ ফ্লিকের।
“চলতি বছর আমরা কোনো ম্যাচ না হেরে এগিয়ে যেতে চাই। তবে ভীষণ শক্তিশালী একটি দলের বিপক্ষে আমাদের সেরা খেলাটা খেলতে হবে।”
লা লিগায় চূড়ায় রয়েছে বার্সেলোনা। চলতি মাসের শেষের দিকে কোপা দেল রের ফাইনালে খেলবে রেয়াল মাদ্রিদের বিপক্ষে।
সে তুলনায় ঘরোয়া ফুটবলে ভালো অবস্থায় নেই ডর্টমুন্ড। রেয়ালের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে রানার্স আপ হওয়া দলটি ভুগছে বুন্ডেসলিগায়, আছে আট নম্বরে।
চলতি সপ্তাহে বড় একটি ধাক্কা খেয়েছে ডর্টুমন্ড। হাঁটুর গুরুতর চোটে মৌসুমই শেষ হয়ে গেছে সেন্টার ব্যাক নিকো শ্লটারবেকের। তার জন্য শুভ কামনা জানিয়েছে ফ্লিক বলেছেন, পূর্ণ শক্তির দলের বিপক্ষে খেলতেই বেশি ভালো লাগে তার।
“ডর্টমুন্ডের মান সম্পন্ন অনেক খেলোয়াড় আছে। যোগ্য বলেই তারা কোয়ার্টার-ফাইনালে আছে। অনুপস্থিতদের খুব স্বল্প প্রভাব থাকবে তাদের উপর।”