লিগ কাপে চতুর্থ রাউন্ডেই মুখোমুখি লিভারপুল ও সিটি

ম্যানচেস্টার ইউনাইটেড প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বার্নলিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2022, 09:42 AM
Updated : 11 Nov 2022, 09:42 AM

ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ডেই মুখোমুখি হতে যাচ্ছে দুই বড় ক্লাব; শিরোপাধারী লিভারপুল খেলবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

গত বৃহস্পতিবার প্রতিযোগিতাটির তৃতীয় রাউন্ডের খেলা শেষে এদিনই চতুর্থ রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়।

চলতি মৌসুমে সময়টা একেবারেই ভালো কাটছে না লিভারপুলের। প্রিমিয়ার লিগে ত্রয়োদশ স্থানে আছে তারা। লিগ কাপের তৃতীয় রাউন্ডে বুধবার দ্বিতীয় বিভাগের দল ডার্বি কাউন্টির বিপক্ষে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৩-২ গোলে জেতে ছন্দের খোঁজে থাকা দলটি।

লিগ কাপে গত পাঁচ আসরে চারবার শিরোপা জেতা সিটি এবার তৃতীয় রাউন্ডে চেলসির বিপক্ষে কঠিন লড়াইয়ের পর ২-০ গোলে জেতে।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সিটি একটি মাত্র ম্যাচে হেরেছে। আর সেটা এই লিভারপুলের বিপক্ষে। গত মাসে প্রিমিয়ার লিগের ম্যাচে শেষ সময়ে মোহামেদ সালাহর গোলে ১-০ ব্যবধানে জেতে লিভারপুল।

তৃতীয় রাউন্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে দুইবার পিছিয়ে পড়ার পর ৪-২ গোলে জেতে ম্যানচেস্টার ইউনাইটেড। চতুর্থ রাউন্ডে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বার্নলিকে। আর নিউক্যাসল ইউনাইটেড লড়বে বোর্নমাউথের বিপক্ষে।