বর্তমানে নিজ দেশ ব্রাজিলে পুনর্বাসন চলছে আল হিলাল ফরোয়ার্ডের।
Published : 31 Jan 2024, 09:54 PM
চোটের ছোবলে দীর্ঘদিন ধরে আছেন মাঠের বাইরে। নেই ফুটবলের ব্যস্ততা, শারীরিক পরিশ্রম। তাতে স্বাভাবিকভাবেই স্বাস্থ্য একটু বেড়েছে নেইমারের। সমালোচকরাও পেয়ে গেছে সুযোগ, বলতে শুরু করেছে, ‘মোটা হয়ে গেছে নেইমার'। ব্রাজিলিয়ান তারকার যা একেবারেই পছন্দ হয়নি।
সমালোচকদের পাল্টা জবাব দিতে একটুও দেরি করলেন না নেইমার। সেই সঙ্গে মজা করে বললেন, তার শরীরে একটু ‘বিউটি ওয়েইট’ যোগ হয়েছে কেবল।
আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে জাতীয় দলের হয়ে খেলার সময় গত অক্টোবরে হাঁটুতে গুরুতর চোট পান নেইমার। তাতে পুরো মৌসুম থেকে ছিটকে পড়েন তিনি। এমনকি জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় কোপা আমেরিকায়ও খেলতে পারবেন না ৩১ বছর বয়সী তারকা।
আল হিলালের এই ফরোয়ার্ডের পুনর্বাসন চলছে ব্রাজিলে। রিও দে জেনেইরোয় গত সপ্তাহে রোমারিওর ৫৮তম জন্মদিনের অনুষ্ঠানে যান তিনি। ওই অনুষ্ঠানেই তোলা তার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, যেখানে সমালোচকরা মন্তব্য করেছেন, নেইমারের ওজন বেড়েছে।
অনেকে আবার নেইমারের ফেইক ছবিও সামাজিক মাধ্যমে ছেড়েছে, যেখানে নেইমারকে আসলেই অনেক মোটা দেখাচ্ছে।
ইন্সটাগ্রামে ওইসব সমালোচনার জবাব দিয়েছেন নেইমার।
“আজকের অনুশীলন শেষ হলো। আমার বিউটি ওয়েইট বেড়েছে। কিন্তু মোটা? না, মনে হয় না।”