ক্লাবের কঠিন সময়ে নিয়েছিলেন দায়িত্ব। সেখান থেকে বার্সেলোনাকে অনেকটাই কক্ষপথে ফিরিয়েছেন শাভি এরনান্দেস। আলোচনা চলছে তার চুক্তি নবায়নের। তবে এখনই এসব নিয়ে ভাবতে চান না তিনি। স্প্যানিশ এই কোচ বলেছেন, আপাতত তার মনোযোগ কেবল শিরোপা জয়ের দিকে।
২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব নেন শাভি। ওই সময়ে লিগে নবম স্থানে ছিল দলটি। এরপর সাবেক এই মিডফিল্ডারের হাত ধরে গত মৌসুমে লিগ রানার্সআপ হয় তারা।
ইউরোপিয়ান ফুটবলে আরেকটি ব্যর্থ মৌসুম কাটালেও ঘরোয়া আসরগুলোতে এই মৌসুমে ভালো খেলছে বার্সেলোনা। এরই মধ্যে স্প্যানিশ সুপার কাপ জেতা দলটি লিগে আছে শীর্ষে। কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিতেছে ১-০ গোলে।
শাভির চুক্তির মেয়াদ আছে আর এক বছর। বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা বলেছেন, বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলছে। কেউ কেউ তার মাঝে দেখছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের ছায়া। যিনি ওল্ড ট্র্যাফোর্ডে ২৭ বছরের অধ্যায়ে ১৩টি প্রিমিয়ার লিগ ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন।
লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে আগামী রোববারের ম্যাচের আগে শাভির সংবাদ সম্মেলনে উঠল এই প্রসঙ্গ। ৪৩ বছর বয়সী কোচ বললেন, কোনো তুলনায় যেতে তিনি রাজি নন। তার মতে, চুক্তি নবায়ন নিয়ে কথা বলার জন্য সঠিক সময় এটা নয়।
“বার্সেলোনায় (স্যার অ্যালেক্স) ফার্গুসনের মতো হওয়া কঠিন। আমি এখানে থাকতে ভালোবাসি। আমি অনেক দিন কষ্ট করেছি, তবে আমি সভাপতির প্রতি কৃতজ্ঞ।”
“তিনি সত্যিই খুশি। তার সমর্থন পেয়ে দারুণ লাগছে। আশা করি, আমি এখানে অনেক বছর থাকব। তবে এটি আমাদের সব ফলাফলের ওপর নির্ভর করবে। এখন আমার চুক্তি নিয়ে কথা বলার সময় নয়।”
বর্তমান পরিস্থিতিতে দলের সাফল্যই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে শাভির কাছে।
“অবশ্যই আমরা এই পরিস্থিতি নিয়ে কথা বলছি। আমরা চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা করছি, কিন্তু আমাদের শান্ত থাকতে হবে এবং ট্রফি জেতার দিকে মনোযোগ দিতে হবে।”
“আমার হাতে আরও এক বছর আছে। আমরা ট্রফি জেতার কাছাকাছি আছি এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়-আমার চুক্তি নয়। আমাদের ট্রফি জিততে হবে।”
লা লিগায় ২৪ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলা রিয়াল মাদ্রিদ দুইয়ে, ৫৬ পয়েন্ট শিরোপাধারীদের।