পিএসজি থেকে ধারে নটিংহ্যাম ফরেস্টে নাভাস

মৌসুমের বাকি সময় নতুন ক্লাবে দেখা যাবে কেইলর নাভাসকে

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2023, 09:42 AM
Updated : 1 Feb 2023, 09:42 AM

মধ্যবর্তী দলবদলের শেষ দিন ঠিকানা পাল্টালেন কেইলর নাভাস। ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে ইংল্যান্ডের নটিংহ্যাম ফরেস্টে যোগ দিয়েছেন কোস্টা রিকান গোলরক্ষক।

২০২২-২৩ মৌসুমের বাকি সময়ের জন্য নাভাসকে ধারে দলে টেনেছে নটিংহ্যাম। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ খবর জানিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে টানা তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই গোলরক্ষক ২০১৯ সালে পাড়ি জমান পিএসজিতে। তাদের হয়ে দুইটি লিগ ওয়ান শিরোপা জিতেন নাভাস।

পিএসজির সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে ৩৬ বছর বয়সী গোলরক্ষকের। তবে জানলুইজি দোন্নারুম্মা দলে যোগ দেওয়ার পর থেকে অনেকটা অনিয়মিতই হয়ে পড়েছিলেন তিনি। সে কারণেই হয়তো বদলে ফেললেন নিজের ঠিকানা।

নাভাস ছাড়াও নিউক্যাসল ইউনাইটেড থেকে মিডফিল্ডার জনজো শেলভে এবং আতলেতিকো মাদ্রিদ থেকে ডিফেন্ডার ফেলিপকে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম।

প্রিমিয়ার লিগে ২০ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে রয়েছে ক্লাবটি।