সমর্থকদের বর্ণবাদী আচরণে শাস্তি পেল ইউভেন্তুস

বিভিন্ন কারণে শাস্তি দেওয়া হয়েছে দুই ফরাসি ক্লাব নিস, মার্সেই এবং জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2022, 05:29 PM
Updated : 24 Sept 2022, 05:29 PM

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচে সমর্থকদের বর্ণবাদী আচরণের কারণে শাস্তি পেয়েছে ইউভেন্তুস। ইতালিয়ান ক্লাবটিকে ১৫ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা।

এক বিবৃতিতে গত শুক্রবার এই শাস্তির ঘোষণা দেয় ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। আর্থিক জরিমানা ছাড়াও ইউভেন্তুসকে তাদের হোম ম্যাচে গ্যালারির এক অংশ খালি রাখার শাস্তি দেওয়া হয়েছে, তবে এক বছরের জন্য এটা স্থগিত থাকবে।

গত ৬ সেপ্টেম্বর পিএসজির বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ২-১ গোলে হেরে যায় ইউভেন্তুস। ওই ম্যাচে বর্ণবাদী আচরণের কারণে সেরি আর দলটির কয়েকজন সমর্থককে গ্রেপ্তার করা হয়েছিল।

আগামী এক বছরের মধ্যে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে ইউভেন্তুসের স্টেডিয়ামের ওপর স্থগিত নিষেধাজ্ঞাটি কার্যকর হবে।

ইউভেন্তুস ছাড়াও বিভিন্ন কারণে শাস্তি দেওয়া হয়েছে দুই ফরাসি ক্লাব নিস, মার্সেই এবং জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে।

গত ৮ সেপ্টেম্বর ইউরোপা কনফারেন্স লিগে কোলনের বিপক্ষে নিসের ম্যাচটি দেরিতে শুরু হয়েছিল দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের কারণে।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজেদের পরবর্তী হোম ম্যাচে নিসকে খেলতে হবে দর্শকশূন্য মাঠে। স্টেডিয়ামে উয়েফার বর্ণবাদ বিরোধী স্লোগান সম্বলিত ব্যানার প্রদর্শন করতে হবে তাদের।

গত ১৩ সেপ্টেম্বর আইনট্রাখটের বিপক্ষে ম্যাচে মার্সেইয়ের সমর্থকরা অস্থিতিশীল অবস্থা তৈরি করায় শাস্তি পেয়েছে ফরাসি ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের পরবর্তী হোম ম্যাচে মার্সেইকে তাদের স্টেডিয়াম এক অংশ শূন্য রাখতে হবে।

আইনট্রাখটকেও তাদের সমর্থকদের বর্ণবাদী আচরণের জন্য ১৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।