ইউরোপায় ম্যানইউর প্রতিপক্ষ রিয়াল বেতিস

শেষ ষোলোর লড়াইয়ে ফ্রাইবুর্কের মুখোমুখি হবে ইউভেন্তুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2023, 01:47 PM
Updated : 24 Feb 2023, 01:47 PM

বার্সেলোনাকে বিদায় করে ইউরোপা লিগের শেষ ষোলোয় সহজ প্রতিপক্ষ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ আটে ওঠার লড়াইয়ে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসের।

সুইজারল্যান্ডের নিয়নে শুক্রবার হয় ইউরোপা লিগের শেষ ষোলোর ড্র। আগামী ৯ মার্চ মাঠে গড়াবে প্রথম লেগের খেলা। দ্বিতীয় লেগ হবে ১৬ মার্চ।

প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আর্সেনাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পর্তুগালের ক্লাব স্পোর্তিং লিসবনকে। আর সেরি আর দল ইউভেন্তুস খেলবে জার্মান ক্লাব ফ্রাইবুর্গের বিপক্ষে।

ইউরোপা লিগের নকআউট রাউন্ডের প্লে-অফের ফিরতি লেগে বৃহস্পতিবার বার্সেলোনাকে ২-১ গোলে হারায় ইউনাইটেড। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় শেষ ষোলোয় জায়গা করে নেয় তারা।

জোসে মরিনিয়োর কোচিংয়ে সবশেষ ২০১৭ সালের ইউরোপা লিগ জিতেছিল ইউনাইটেড। এই পর্তুগিজ কোচের বর্তমান দল রোমা শেষ ষোলোয় লড়বে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।

ইউরোপা লিগের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন সেভিয়ার প্রতিপক্ষ তুরস্কের দল ফেনেরবাচে। জার্মানির দল ইউনিয়ন বার্লিন খেলবে ইউনিয়ন সাঁ-জিলোয়াস বিপক্ষে।

বায়ার লেভারকুজেনের প্রতিপক্ষ ফেরেন্সভারোস। আর শাখতার দোনেৎস্ক ফেইনুর্দের মুখোমুখি হবে।