চ্যাম্পিয়ন্স লিগ
Published : 30 Apr 2025, 08:03 AM
প্রত্যাশিত সময়ের আগেই মার্ক-আন্ড্রে টের স্টেগেন চোট কাটিয়ে ওঠায় বাকি মৌসুমে বার্সেলোনার গোলপোস্ট কে সামলাবেন, তা নিয়ে চলছে আলোচনা। ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের আগে হান্সি ফ্লিকের সংবাদ সম্মেলনেও উঠেছে এই প্রসঙ্গ। বার্সেলোনা কোচ অবশ্য পরিষ্কার করে দিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগের বাকি পথচলাতেও ভয়চেখ স্ট্যান্সনি গোলপোস্টে দাঁড়াবেন। তবে লা লিগায় পরিবর্তনের আভাস দিয়েছেন তিনি।
মৌসুমের শুরুর দিকে গত সেপ্টেম্বরে লা লিগায় ভিয়ারেয়ালের বিপক্ষে ৫-১ গোলে জয়ের ম্যাচে হাঁটুতে মারাত্মক চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে পড়েন টের স্টেগেন। শুরুতে ধারণা ছিল, চলতি মৌসুমে আর মাঠে নামতে পারবেন না এই জার্মান গোলরক্ষক ও কাতালান দলটির অধিনায়ক।
তবে গত মাসে অনুশীলনে ফেরার পর ৩২ বছর বয়সী এই তারকাকে কোপা দেল রের ফাইনালের স্কোয়াডে রাখেন ফ্লিক। গত শনিবার অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে রেয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জয়ের ম্যাচে যথারীতি গোলপোস্ট সামলান স্ট্যান্সনি।
টের স্টেগেন চোটে ছিটকে পড়ার পর তার শূন্যতা পূরণে স্ট্যান্সনিকে চুক্তিভুক্ত করে বার্সেলোনা। অবসর ভেঙে ফেরা এই পোলিশ তারকা পারফরম্যান্সে দ্যুতি ছড়িয়ে ইনিয়াকি পেনিয়াকে টপকে কোচের প্রথম পছন্দের গোলরক্ষক হয়ে ওঠেন।
চলতি মৌসুমে এখনও দুটি শিরোপার লড়াইয়ে আছে বার্সেলোনা। লা লিগায় তারা শীর্ষে আছে রেয়ালের চেয়ে চার পয়েন্টে এগিয়ে থেকে। সেখানে বাকি এখনও পাঁচ রাউন্ড। চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে বুধবার ঘরের মাঠে ইন্টার মিলানের মুখোমুখি হবে ফ্লিকের দল।
আগের দিন সংবাদ সম্মেলনে গোলরক্ষক নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন ফ্লিক।
“টেক (স্ট্যান্সনি) চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। হয়তো লা লিগায় পরিস্থিতি বদলে যাবে। আমরা পরে দেখব, তবে স্ট্যান্সনি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে।”