স্প্যানিশ ফুটবল
জাতীয় দলের অনুশীলনে ঊরুতে চোট পেয়ে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও।
Published : 06 Sep 2024, 07:47 PM
রেয়াল মাদ্রিদের চোটে পড়া খেলোয়াড়ের তালিকা আরও লম্বা হলো। এবার ঊরুর চোটে ছিটকে গেলেন নির্ভরযোগ্য ডিফেন্ডার এদের মিলিতাও।
ব্রাজিল জাতীয় দলের হয়ে অনুশীলনের সময় গত বুধবার পায়ে ব্যথা অনুভব করেন ২৬ বছর বয়সী এই সেন্টার-ব্যাক। পরদিন পরীক্ষায় তার ডান ঊরুর পেশিতে চোট ধরা পড়ার কথা জানায় ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ বাছাইয়ে একুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
তার চোট বড় ধাক্কা হয়ে এসেছে ক্লাব রেয়ালের জন্যও। এসিএল চোটে গত মৌসুমে দলটির বেশিরভাগ ম্যাচেই তিনি খেলতে পারেননি। এই মৌসুমে এখন পর্যন্ত দলের প্রথম পাঁচ ম্যাচেই খেলেছেন তিনি।
মিলিতাওয়ের সেরা উঠতে কতদিন লাগতে পারে, সে ব্যাপারে ব্রাজিলের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১০ থেকে ১৫ দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।
সেক্ষেত্রে নিজেদের পরের ম্যাচে লা লিগায় আগামী ১৪ সেপ্টেম্বর রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে তাকে পাবে না রেয়াল মাদ্রিদ। এর দুই দিন পর চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে স্টুটগার্টের বিপক্ষেও তাকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
এছাড়া চোটের কারণে বাইরে আছেন রেয়ালের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম, অহেলিয়া চুয়ামেনি, এদুয়ার্দো কামাভিঙ্গা, দানি সেবাইয়োস, ডিফেন্ডার ডাভিড আলাবা ও ফেরলঁদ মঁদি।