জয়ের স্বস্তির পাশাপাশি অনেক সুযোগ নষ্টের আক্ষেপও আছে শাভি এর্নান্দেসের।
Published : 26 Oct 2023, 02:18 PM
শাণানো আক্রমণের সংখ্যা ১৯টি, তার মধ্যে পোস্টে ছিল ৬টি। জালের দেখা পেল মাত্র ২টি। ওই দুই গোলেই শাখতার দোনেৎস্ককে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। জয়ের স্বস্তি থাকলেও কোচ শাভি এর্নান্দেসের মনে হচ্ছে, আরও বড় ব্যবধানে জিততে পারত তার দল।
কাম্প নউয়ে বুধবার ‘এইচ’ গ্রুপের ম্যাচ শাখতারকে ২-১ গোলে হারায় বার্সেলোনা। প্রথমার্ধেই ফেররান তরেস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ফেরমিন লোপেস। দ্বিতীয়ার্ধে শাখতার এক গোল দিয়ে ম্যাচ জমিয়ে তুললেও আটকাতে পারেনি বার্সেলোনার জয়রথ।
এই জয়টি অনেক কারণেই বার্সেলোনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। চোট জর্জর দল নিয়ে টানা তিন জয়ে গ্রুপে শীর্ষে আছে তারা। আগামী শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের বিপক্ষে ক্লাসিকোর আগে বাড়তি আত্মবিশ্বাসও সঞ্চয় করে নিয়েছে তারা।
বড় জয় পেলে আত্মবিশ্বাসের পাল্লা আরও ভারী হতো বার্সেলোনার। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় শাভির কণ্ঠেও থাকলে এর প্রচ্ছন্ন সুর। একই সঙ্গে প্রশংসা করলেন শাখতারের লড়াকু মানসিকতারও।
“আমি মনে করি, সত্যিই শাখতার ম্যাচটা আমাদের জন্য জটিল করে তুলেছিল। তারা বলের জন্য লড়াই করেছে, তারা আমাদের মতোই খেলতে চেয়েছিল-টেকনিক্যাল দিক থেকে তারা ভালো ছিল।”
“আমরা কয়েকটা ভুল করেছিলাম, কিন্তু সব মিলিয়ে নিজেদের খেলার মান নিয়ে খুশি আমি। আমি আসলেই বিশ্বাস করি, আরও বড় ব্যবধানে জিততে পারতাম আমরা।”
একের পর এক আক্রমণে শাখতারের রক্ষণ কাঁপিয়ে দেওয়া বার্সেলোনা এগিয়ে যায় ২৮তম মিনিটে। লোপেসের শট পোস্টে লেগে ফেরার পর ফিরতি ভলিতে লক্ষ্যভেদ করেন তরেস। পরে লোপেস করেন ব্যবধান দ্বিগুণ। ২০ বছর বয়সী এই মিডফিল্ডারকেও প্রশংসার বাঁধনে বাধলেন শাভি।
“স্বাভাবিকভাবেই তাকে নিয়ে আমি রোমাঞ্চিত। আমাদের জন্য সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অনেক বছর ধরে সে বার্সেলোনার হয়ে খেলবে এবং আমি এটা হালকাভাবে বলছি না।”
“লোপেস মানসিকভাবে তৈরি, দারুণ একটা মৌসুম কাটাচ্ছে। দূর থেকে সে দুর্দান্ত একটা শট নিল (শাখতারের জালে)। তাকে নিয়ে আমি খুশি, তার জন্য আমি খুশি।”