রেফারিং নিয়ে সমালোচনা করা আর্তেতার প্রতি 'পূর্ণ সমর্থন' আর্সেনালের

প্রিমিয়ার লিগে রেফারিংয়ের মান বাড়ানোর আহ্বান জানিয়েছে আর্সেনাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2023, 11:24 AM
Updated : 6 Nov 2023, 11:24 AM

নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ‘বাজে’ রেফারিং নিয়ে তীব্র সমালোচনা করায় শাস্তির মুখে পড়তে পারেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তবে ক্লাবকে পাশেই পাচ্ছেন তিনি। কোচের প্রতি শতভাগ সমর্থন জানানোর পাশাপাশি প্রিমিয়ার লিগে রেফারিংয়ের মান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে লন্ডনের ক্লাবটি।

লিগে গত শনিবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে হারের পর ক্ষোভে ফেটে পড়েন আর্তেতা। কাঠগড়ায় তোলেন ইংল্যান্ডের শীর্ষ লিগ এবং রেফারিংয়ের মানকে। বাজে রেফারিংয়ে 'বিব্র‍ত' ও 'অসুস্থ' বোধ করার কথাও জানান তিনি।

ম্যাচের ৬৩তম মিনিটে একমাত্র গোলটি করেন নিউক্যাসলের অ্যান্টোনি গর্ডন। আর্সেনালের প্রতিবাদের মুখে ভিএআরে চার মিনিটেরও বেশি সময় ধরে গোলের আগে হওয়া তিনটি ঘটনা যাচাই করে শেষ পর্যন্ত গোলের বাঁশি বাজান রেফারি।

ক্লাবের ওয়েবসাইটে রোববার এক বিবৃতিতে আর্সেনাল আর্তেতার মন্তব্যের প্রতি তাদের সমর্থন জানায়।

“শনিবার আরও অগ্রহণযোগ্য রেফারিং এবং ভিএআর-এর ভুলের পর আর্সেনাল ফুটবল ক্লাব পুরোপুরিভাবে মিকেল আর্তেতার ম্যাচ পরবর্তী মন্তব্যকে সমর্থন করে।”

“প্রিমিয়ার লিগ হলো বিশ্বের সেরা লিগ, যেখানে সেরা খেলোয়াড়, কোচ ও সমর্থকরা রয়েছেন, তাদের সবারই আরও ভালো কিছু প্রাপ্য।”

ইংল্যান্ডের শীর্ষ লিগে ১১ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে গোল পার্থক্যে পিছিয়ে ২৪ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল।