ম্যারাথনে নিজের বিশ্ব রেকর্ড ভাঙলেন কিপচোগে

২ ঘন্টা ১ মিনিট ৯ সেকেন্ড সময় নিয়ে ছেলেদের ম্যারাথনে নতুন রেকর্ড গড়েছেন কেনিয়ার দুইবারের এই অলিম্পিক চ্যাম্পিয়ন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2022, 02:57 PM
Updated : 25 Sept 2022, 02:57 PM

ছেলেদের ম্যারাথনে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন কেনিয়ার এলিউড কিপচোগে। ২ ঘন্টা ১ মিনিট ৯ সেকেন্ড সময় নিয়ে তিনি ভেঙে দিয়েছেন তার নিজেরই গড়া আগের রেকর্ড। 

বার্লিন ম্যারাথনে রোববার পূর্বের রেকর্ডের চেয়ে ৩০ সেকেন্ড কম সময় নিয়ে দৌড় শেষ করেন অলিম্পিকে দুইবারের চ্যাম্পিয়ন কিপচোগে। এখানেই চার বছর আগে তিনি আগের রেকর্ডটি গড়েছিলেন। 

‘টিমওয়ার্ক’-এর কারণেই এমন সাফল্য বলে মনে করেন ৩৭ বছর বয়সী কিপচোগে। 

“আমার প্রস্তুতি নিয়ে আমি খুশি। আমি মনে করি, টিমওয়ার্কের কারণেই এত দ্রুত দৌড় শেষ করতে পেরেছি। সবকিছুই টিমওয়ার্কের ওপর নির্ভর করে।” 

"আমাকে যা অনুপ্রাণিত করে তা হলো আমার পরিবার। আমি তরুণদের অনুপ্রাণিত করতে চাই। খেলাধুলা মানুষকে একত্রিত করে এবং এটাই আমাকে অনুপ্রাণিত করে।” 

ম্যারাথন দৌড়বিদদের মধ্যে সর্বকালের সেরাদের একজন হিসেবে বিবেচনা করা হয় কিপচোগেকে। রিও দে জেনেইরো ও টোকিও অলিম্পিকে এই ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি। 

বার্লিন ম্যারাথনে এটি তার চতুর্থ জয়। স্পর্শ করলেন ইথিওপিয়ার গ্রেট হাইলে গেব্রসেলাসির রেকর্ড।