ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ মেক্সিকোর হারিকেন ওটিসে ক্ষতিগ্রস্থদের তহবিল সংগ্রহে ব্যবহার করা হবে।
ছয় বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ব্রাজিল। ২০২৪ সালের মার্চে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সোমবার বিবৃতি দিয়ে জানায়, আগামী বছরের ২৩ মার্চ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হবে ম্যাচটি।
সবশেষ দল দুটি মুখোমুখি হয়েছিল ২০১৭ সালের নভেম্বরে, ওয়েম্বলিতেই প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।
আগামী বছর রেয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে স্পেনের বিপক্ষেও একটি প্রীতি খেলার কথা আগেই জানিয়েছে ব্রাজিল।
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে বর্তমানে তৃতীয় স্থানে আছে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। সবশেষ ম্যাচে গত মাসে তারা ২-০ গোলে হারে উরুগুয়ের বিপক্ষে।