স্প্যানিশ ফুটবল
অনেক চোট সমস্যার ভিড়ে সামনে সেরা একাদশ বাছাই করাই বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে কোচ কার্লো আনচেলত্তির জন্য।
Published : 09 Nov 2024, 10:56 PM
মাঠে নামলেই যেন নতুন চোট সমস্যা যোগ হচ্ছে রেয়াল মাদ্রিদ শিবিরে। ভিনিসিউস জুনিয়রের চমৎকার হ্যাটট্রিকে ওসাসুনার বিপক্ষে যেমন দুর্দান্ত এক জয় মিলেছে, তেমনি এই ম্যাচেই রদ্রিগো ও এদের মিলিতাওকে ঘিরে গুরুতর চোটের শঙ্কাও জেগেছে। সতীর্থদের জন্য কষ্ট পাচ্ছেন ব্রাহিম দিয়াস।
লা লিগায় বার্সেলোনার বিপক্ষে ৪-০ ও চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হওয়ার ধাক্কা সামলে, শনিবার জয়ের পথে ফিরেছে রেয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে ওসাসুনার বিপক্ষে লিগ ম্যাচটি ৪-০ গোলে জিতেছে তারা; তাদের অন্য গোলটি করেছেন জুড বেলিংহ্যাম।
ম্যাচজুড়ে আধিপত্য ছড়ানো জয়ের পথে প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলের ফরোয়ার্ড রদ্রিগো ও ডিফেন্ডার এদের মিলিতাও। ২০তম মিনিটে রদ্রিগো চোট পেয়ে মাঠ ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর প্রতিপক্ষের এক খেলোয়াড় টেনে ফেলে দেন মিলিতাওকে। প্রচণ্ড ব্যথায় কুঁকড়ে ওঠেন তিনি। স্ট্রেচারে মাঠের বাইরে নেওয়ার সময় মুখ ঢেকে রেখেছিলেন এই সেন্টার-ব্যাক।
তাদের চোটের অবস্থা নিয়ে ম্যাচ শেষে প্রশ্ন করা হলে, হতাশাভরা কণ্ঠে খারাপ কিছুর ইঙ্গিতই দিলেন দিয়াস।
“আমি এই বিষয়ে কথা বলতে চাই না, কারণ সতীর্থদের কান্না আমাকে কষ্ট দেয়। আমার মন ভেঙে যায়, আমি লম্বা সময়ের চোট কাটিয়ে ফিরেছি, এখন তাদের তেমনই অবস্থা। মনে হচ্ছে, স্বাভাবিকের চেয়ে তাদের চোট গুরুতর…আমি আশা করি, তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে। কারণ তাদের সবাইকে আমাদের প্রয়োজন, আমরা তাদের অভাব বোধ করব।”
মিলিতাওয়ের চোট সবচেয়ে বেশি দুর্ভাবনার কারণ হতে পারে রেয়ালের জন্য। কারণ দলটির রক্ষণভাগে এই সমস্যা যে লেগেই আছে। বাকি মৌসুমের জন্য আগেই ছিটকে গেছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহাল। এসিএল চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি আরেক ডিফেন্ডার ডাভিড আলাবা।
দলের প্রয়োজনে বেশিরভাগ সময় রক্ষণে খেলা লুকাস ভাসকেস ওসাসুনার বিপক্ষে এই ম্যাচেও শুরুর একাদশে ছিলেন। তাকে নিয়েও জেগেছে অনিশ্চয়তা। প্রথমার্ধে পায়ে সমস্যা অনুভুত হওয়ার পর, প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে গেলেও, বিরতির পর তাকে আর মাঠে নামাননি কোচ কার্লো আনচেলত্তি।
মূল গোলরক্ষক থিবো কোর্তোয়াকেও পাচ্ছে না রেয়াল, ঊরুর সমস্যায় ভুগছেন তিনি। তরুণ ফরাসি মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি ভুগছেন অ্যাঙ্কেলের সমস্যা।
এত এত চোট সমস্যার ভিড়ে সামনে সেরা একাদশ বাছাই করাই বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে কোচ আনচেলত্তির জন্য।
লা লিগায় ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে নিয়ে দ্বিতীয় স্থানে আছে রেয়াল, শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট কম।
আর চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে আছে ইউরোপের সফলতম দলটি।