রোমাঞ্চকর জয় পাওয়ার পর প্রিমিয়ার লিগের মুকুট ধরে রাখার স্বপ্ন আরও দৃঢ় হয়েছে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলার।
Published : 14 Jan 2024, 03:08 PM
চোটের ছোবলে পাঁচ মাস মাঠের বাইরে থাকার পর লিগে প্রথম খেলতে নামলেন। উপহার দিলেন দৃষ্টিনন্দন এক গোল। শেষ দিকে অস্কার ববের জয়সূচক গোলেরও সুরও বেঁধে দিলেন কেভিন ডে ব্রুইনে। বেলজিয়ান এই মিডফিল্ডারকে নিয়ে তাই মুগ্ধতার অন্ত নেই পেপ গুয়ার্দিওলার। বললেন, তার চোখে ডে ব্রুইনে একজন ‘কিংবদন্তি।’
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে সিটি। ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে তারা। ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে থাকা লিভারপুলের ঘাড়ে নিঃশ্বাসও ফেলছে গত তিন আসরের চ্যাম্পিয়নরা।
৬৯তম মিনিটে ডে ব্রুইনে বদলি নামার সময় সিটি পিছিয়ে ছিল ২-১ গোলে। সেন্ট জেমস পার্কের গ্যালারি তিনি স্তব্ধ করে দেন ৭৪তম মিনিটে, বক্সের বাইরে থেকে নিখুঁত নিচু শটে লক্ষ্যভেদ করে দলকে সমতায় ফিরিয়ে।
ডে ব্রুইনের ঝলক দেখা গেল দ্বিতীয়ার্ধের যোগ করা সময়েও। যদিও সিটির জয়সূচক গোলের সিংহভাগ কৃতিত্বই ববের। তবে ২০ বছর বয়সী এই তরুণের আক্রমণ সাজিয়ে দিয়েছিলেন বেলজিয়ান তারকাই। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় গুয়ার্দিওলাও মাতলেন শিষ্যের স্তুতিতে।
“সে একজন কিংবদন্তি। আমার মনে হয়েছিল, পাঁচ মাস পর সে পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নয়, কিন্তু আমরা তাকে এভাবে পেলাম, প্রভাব রাখতে দেখলাম শেষ মিনিটগুলোতে।”
“গোল এবং অ্যাসিস্ট… তাকে আমরা সবাই ভালোবাসি এবং আশা করি, শেষ মাসগুলোয় সে আমাদের শেষ গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে।”
নিউক্যাসলের মাঠে দারুণ জয়ে সিটির লিগের মুকুট ধরে রাখার সম্ভাবনার পালে নতুন হাওয়া লেগেছে। গুয়ার্দিওলাও মনে করছেন, প্রাণ ফিরে পেয়েছে তাদের স্বপ্ন।
“দল এখন প্রাণবন্ত। কেন আমরা আবারও এটার জন্য চেষ্টা করব না? আমরা টানা তিন শিরোপা জিতেছি, গত ছয় বছরের মধ্যে ট্রফি জিতেছি পাঁচবার, তাহলে কেন নয় (এবার)?”
“এটা আসলেই গুরুত্বপূর্ণ; কেননা, গত মাসে লিভারপুল রীতিমতো উড়েছে এবং এবার আমাদের অ্যানফিল্ডে যেতে হবে। তার আগে তাদের কাছাকাছি আসতে পারাটা দারুণ ব্যাপার।”
শিগগিরি অবশ্য সিটিকে খেলতে যেতে হচ্ছে না অ্যানফিল্ডে। লিভারপুলের মাঠে তাদের পরের লিগ ম্যাচটি হবে আগামী ৯ মার্চ।