স্প্যানিশ ফুটবল
বার্সেলোনার বিপক্ষে আরেকটি বড় হারের পর সেল্তা ভিগো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে খুব একটা কথা বলার মেজাজে ছিলেন না রেয়াল মাদ্রিদ কোচ।
Published : 15 Jan 2025, 09:19 PM
জানুয়ারির দলবদলে নতুন খেলোয়াড় দলে যুক্ত করার প্রশ্নে কিছু বলতেই চাইলেন না কার্লো আনচেলত্তি। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে বিধ্বস্ত হওয়ার বিষয়ে প্রশ্নও এড়িয়ে গেলেন রেয়াল মাদ্রিদ কোচ। সংবাদ সম্মেলনে অভিজ্ঞ ইতালিয়ান কোচকে সচরাচর যেমন দেখা যায়, তার থেকে একেবারেই আলাদা যেন এবার।
চলতি মৌসুমে বার্সেলোনার বিপক্ষে টানা দ্বিতীয় হারের পর আনচেলত্তির কৌশল ও তার খেলোয়াড়দের নিবেদন নিয়ে প্রশ্ন আর সমালোচনার ঝড় উঠেছে। আনচেলত্তির স্পষ্ট জবাব- দল কেন হেরেছে, তা নিয়ে সমালোচকদের সঙ্গে ‘বিতর্ক’ করতে চান না তিনি।
সুপার কাপের ফাইনালে গত বুধবার সৌদি আরবে ৫-২ গোলে হারে রেয়াল। গত অক্টোবরে মৌসুমের প্রথম ক্লাসিকোয় ঘরের মাঠে ৪-০ গোলে হেরেছিল তারা।
কোপা দেল রের শেষ ষোলোয় বৃহস্পতিবার সেল্তা ভিগোর মুখোমুখি হবে রেয়াল। আগের দিন সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের মনোভাব ও নিবেদন নিয়ে প্রশ্নে যেন কিছুটা বিরক্তই হলেন আনচেলত্তি।
“একটা কথা স্পষ্ট করে বলা যাক। এটা সংবাদ সম্মেলন, বিতর্ক করার জায়গা নয়। আমার কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের সঙ্গে বিতর্ক করি আমি। এখানে বিতর্ক শুরু করা আমার কাছে সবচেয়ে উপযুক্ত জায়গা বলে মনে হয় না।”
“(সেল্তার বিপক্ষে ঘরের মাঠে খেলা) আমাদের বাজে একটি ম্যাচ খেলা থেকে ঘুরে দাঁড়ানোর ভালো সুযোগ, ওই ম্যাচ (সুপার কাপ ফাইনাল) আমাদের অনেক আঘাত করেছে, কিন্তু আমাদের ডুবিয়ে দেয়নি। অবশ্যই বাজে একটা ম্যাচ ছিল, আমরা অনেক ভুল করেছি। আমরা বিশ্লেষণ করেছি, মূল্যায়ন করেছি এবং সমাধান খুঁজে পেয়েছি। এক মাস আগে আমরা ক্লাব বিশ্বকাপ জিতেছি, ছয় মাস আগে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি।”
গত মৌসুমে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রেয়াল। এই মৌসুমে বেশ সংগ্রাম করতে হচ্ছে তাদের। নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে ৬ ম্যাচে স্রেফ ৯ পয়েন্ট নিয়ে ২০তম স্থানে আছে তারা। লা লিগায় ৪৩ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে, শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে ও তিন নম্বরে বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে।