কক্ষচ্যুত এসি মিলানকে হারিয়ে ইন্টারের প্রতিশোধ

সেরি আয় টানা তিনটি ম্যাচে হারের তেতো স্বাদ পেল এসি মিলান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2023, 09:47 PM
Updated : 5 Feb 2023, 09:47 PM

ডার্বির রোমাঞ্চেও হতাশা ঝেড়ে ফেলতে পারল না এসি মিলান। মাঝমাঠ কী আক্রমণভাগ-প্রথমার্ধে কোনোখানেই তাদের খুঁজে পাওয়া গেল না। একের পর এক আক্রমণের মাঝে দলকে এগিয়ে নিলেন লাউতারো মার্তিনেস। দারুণ এক জয়ের আনন্দে মাঠ ছাড়ল ইন্টার মিলান।

সান সিরোয় রোববার রাতে সেরি আয় মিলান ডার্বিতে ১-০ গোলে জিতেছে ইন্টার মিলান।

গত সেপ্টেম্বরে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম লেগে ৩-২ গোলে জিতেছিল এসি মিলান। তবে আসরে শুরু থেকেই তাদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব। সবশেষ চার রাউন্ডে তো ব্যর্থতা পুরোপুরি ঘিরে ধরে দলটিকে। বাজে পথচলায় তারা টানা দুই ড্রয়ের পর হেরে বসল টানা তিনটি ম্যাচ।

সব প্রতিযোগিতা মিলিয়ে গতবারের চ্যাম্পিয়নরা হারল টানা চার ম্যাচে; গত ১৮ জানুয়ারি ইন্টারের বিপক্ষেই ইতালিয়ান সুপার কাপে হেরেছিল ৩-০ গোলে।

এদিন শুরু থেকেই নগর প্রতিদ্বন্দ্বীদের ওপর প্রবল চাপ তৈরি করে ইন্টার। বল দখলে তো বটেই, আক্রমণেও প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য করে তারা। বিরতির আগে গোলের উদ্দেশ্যে ৯টি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখে তারা।

এর মাঝে ৩৪তম মিনিটে জালের দেখা পায় ইন্টার। হাকান কালহানোগলুর কর্নারে দারুণ হেড গোলটি করেন মার্তিনেস। আসরে ২১ ম্যাচে আর্জেন্টাইন তারকা স্ট্রাইকারের গোল হলো ১২টি।

প্রথম ৪৫ মিনিটে এসি মিলানের পারফরম্যান্স ছিল ভীষণ বাজে; তাদের খেলায় ছিল না কোনো পরিকল্পনার ছাপ। পুরোটা সময় কোণঠাসা দলটি বিরতির আগে গোলের উদ্দেশ্যে কোনো শটই নিতে পারেনি।  

দ্বিতীয়ার্ধের শুরুতে ইন্টারের আক্রমণের ধার কিছুটা কমে আসে। অবশ্য মিলানও পারছিল না তেমন কিছু করতে।

৭৫তম মিনিটে পাল্টা আক্রমণে দারুণ একটি সুযোগ পায় মিলান। কিন্তু রাফায়েল লেয়াওয়ের পাস ফাঁকায় পেয়েও বল নিয়ন্ত্রণে নিতে পারেননি অলিভিয়ে জিরুদ।

নির্ধারিত সময় শেষের আগের মিনিটে আরেকবার জালে বল পাঠান মার্তিনেস। তবে অফসাইডের বাঁশি বাজান রেফারি। ভিএআরেও সেই সিদ্ধান্ত বহাল থাকে।

দারুণ এই জয়ের পরও শিরোপা লড়াইয়ে অবশ্য অনেকটা পিছিয়ে ইন্টার। ২১ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। তাদের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে শীর্ষে নাপোলি।

সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রোমা।

২১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে এসি মিলান।