প্রায় এক যুগ পর টিকেটের দাম বাড়াল ম্যানচেস্টার ইউনাইটেড

মৌসুমি টিকিটের দাম শতকরা ৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে ইংলিশ ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2023, 04:14 AM
Updated : 21 Feb 2023, 04:14 AM

১১ মৌসুমের মধ্যে প্রথমবার মৌসুমি টিকেটের দাম বাড়ানোর ঘোষণা দিল ম্যানচেস্টার ইউনাইটেড। পরবর্তী মৌসুম থেকে প্রাপ্তবয়স্ককের মৌসুমি টিকেটের দাম বাড়ানো হলো শতকরা ৫ শতাংশ। 

ম্যাচ আয়োজনের সার্বিক খরচ অনেকটা বেড়ে যাওয়ায় টিকেটের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত, বিবৃতিতে জানায় ম্যানচেস্টার ইউনাইটেড। গত ৫ বছরে ম্যাচ আয়োজনের খরচ ৪০ শতাংশ বেড়েছে বলে জানায় ক্লাবটি, গত ১২ মাসেই বেড়েছে ১১ শতাংশ। 

দাম বাড়ানোর পরও দর্শকদের সার্বিক খরচ ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে কমের মধ্যে থাকবে, বিবৃতিতে দাবি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। 

“ক্লাবকে টেকসই ভিত্তিতে পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবেই ২০২৩-২৪ মৌসুম থেকে টিকেটের মূল্য সামান্য বাড়ানো হয়েছে। বর্তমান মূল্যস্ফীতির তুলনায় টিকেটের মূল্য যথেষ্টই কম বেড়েছে। ওল্ড ট্র্যাফোর্ডে টিকেটের মূল্য, ম্যাচের দিন খাবার ও পানীয় প্রিমিয়ার লিগের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের মধ্যেই থাকছে। 

অনূর্ধ্ব-১৬ বছর বয়সীদের জন্য মৌসুমি টিকেটের মূল্য বাড়ানো হয়নি। ৬৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের জন্য মৌসুমি টিকেটে ৫০ শতাংশ ছাড়ও থাকছে আগের মতোই। 

ঐতিহ্যবাহী ক্লাবটি বিক্রি করে দেওয়া হতে পারে বলে সাম্প্রতিক সময়ে আলোচনা চলছে।