চ্যাম্পিয়ন্স লিগ
ইউরোপ সেরার মঞ্চে দলের বাজে অবস্থায় খুব খারাপ লাগছে মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দের।
Published : 10 Dec 2024, 06:56 PM
রেয়াল মাদ্রিদের খেলোয়াড়দের মাঝেমধ্যেই বলতে শোনা যায়, চ্যাম্পিয়ন্স লিগ তাদের প্রিয় টুর্নামেন্ট। প্রায় সময় বাস্তবেও তাই দেখা যায়; অন্য টুর্নামেন্টে পথচলা খারাপ হলেও এখানে তারা ঘুরে দাঁড়ায় প্রবল প্রতাপে। কিন্তু এবার সেই প্রিয় প্রতিযোগিতাতেই দলটির অবস্থা যাচ্ছেতাই। তাদের প্রাথমিক পর্ব উৎরানো নিয়েই জেগেছে শঙ্কা। ইউরোপ সেরার মঞ্চে দলের এমন ভোগান্তি মানতেই পারছেন না ফেদেরিকো ভালভের্দে।
নতুন চেহারার চ্যাম্পিয়ন্স লিগে শুরু থেকেই সময় খারাপ যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ও রেকর্ড শিরোপাজয়ীদের। শিরোপা ধরে রাখার অভিযানে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৩টিতেই হেরেছে তারা। ৩৬ দলের আসরে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলে ২৪তম স্থানে।
নতুন সংস্করণে শেষ ষোলোয় সরাসরি জায়গা পাবে পয়েন্ট তালিকার প্রথম আট দল। আর নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো খেলবে দুই লেগের প্লে-অফ। এখনও তাই নকআউট পর্বে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি রেয়ালের। তবে ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।
লা লিগা চ্যাম্পিয়ন রেয়াল মঙ্গলবার মুখোমুখি হবে আলাতান্তার। ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে মাঠের লড়াই শুরু বাংলাদেশ সময় রাত ২টায়। আগের দিনের সংবাদ সম্মেলনে রেয়ালের কোণঠাসা অবস্থান নিয়ে নিজের অনুভূতি জানান উরুগুয়ের মিডফিল্ডার ভালভের্দে।
“অবশ্যই এটা (ইউরোপ সেরার মঞ্চে রেয়ালকে ভুগতে দেখা) কঠিন। এই ক্লাবে আমরা এমন মুহূর্ত দেখতে অভ্যস্ত নই। এই প্রতিযোগিতায় আমরা শীর্ষস্থানের কাছাকাছি থাকতে এবং আরও শক্ত অবস্থায় থাকতে অভ্যস্ত। তবে এটা ফুটবলের অংশ, প্রক্রিয়ার অংশ, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।”
গতবারের মতো চলতি মৌসুমেও চোট সমস্যায় ভুগছে রেয়াল, যা তাদের পারফরম্যান্সে ফেলছে বিরূপ প্রভাব। মাঠের ফুটবলে ধারাবাহিক হয়ে উঠতে পারছে না দলটি।
দুই অভিজ্ঞ ডিফেন্ডার এদের মিলিতাও ও দানি কার্ভাহালকে দীর্ঘ দিন পাচ্ছে না রেয়াল। পেশির চোটে মাঠের বাইরে ছিলেন তাদের তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। চোট কাটিয়ে চলতি মাসের শুরুতে মাঠে ফিরলেও সবশেষ ম্যাচে আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোকে দলেই রাখেননি কোচ কার্লো আনচেলত্তি।
তবে আসছে ম্যাচের জন্য এই দুই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে স্কোয়াডে রেখেছেন রেয়াল কোচ। ভিনিসিউস ও রদ্রিগো শুরুর একাদশে নামবেন কি-না, বা কতটুকু সময় খেলতে পারবেন, তা অবশ্য জানানো হয়নি।