স্প্যানিশ ফুটবল
Published : 01 May 2025, 08:45 PM
মৌসুমের শেষ অংশের গুরুত্বপূর্ণ সময়ে বড় এক ধাক্কা খেল বার্সেলোনা। চোটের কারণে ছিটকে গেলেন দলটির নির্ভরযোগ্য ডিফেন্ডার জুল কুন্দে।
চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে সেমি-ফাইনালের প্রথম লেগে ৪২তম মিনিটে মাঠ ছাড়েন কুন্দে। বার্সেলোনার মাঠে বুধবার ৩-৩ গোলে ড্র হয় ম্যাচটি।
পরদিন এক বিবৃতিতে কাতালান দলটি জানায়, পরীক্ষায় ২৬ বছর বয়সী কুন্দের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। তার সেরে উঠতে কতদিন লাগতে পারে, ক্লাবের পক্ষ্য থেকে তা জানানো হয়নি।
তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে কুন্দেকে।
সেক্ষেত্রে আগামী মঙ্গলবার ইন্টারের বিপক্ষে দ্বিতীয় লেগে ও ১১ মে লা লিগায় ফিরতি ক্লাসিকোয় নিশ্চিতভাবেই তিনি খেলতে পারবেন না। লা লিগার শেষ দুই রাউন্ডে ও সম্ভাব্য চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তাকে পাওয়া যেতে পারে।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত বার্সেলোনার ৫৪ ম্যাচের ৫৩টিতেই খেলেছেন কুন্দে। এতেই ফুটে উঠছে, হান্সি ফ্লিকের দলের কত গুরুত্বপূর্ণ সদস্য তিনি। লিগে সবশেষ ম্যাচে মায়োর্কার বিপক্ষে ১-০ গোলে জেতা লড়াইয়ে তাকে বিশ্রাম দিয়েছিলেন কোচ।
রক্ষণ সামলানোর পাশাপাশি মৌসুমে চারটি গোলও করেছেন কুন্দে। যার মধ্যে সবচেয়ে স্মরণীয় গত শনিবারেরটি। কোপা দেল রের ফাইনালে অতিরিক্ত সময়ে তার গোলই গড়ে দেয় ব্যবধান, রেয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় বার্সেলোনা।
লা লিগায় বার্সেলোনা শীর্ষে আছে শিরোপাধারী রেয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে থেকে। বাকি আছে আর পাঁচ রাউন্ড।