‘আত্মহত্যার চেষ্টা’ করে আদায় করা বাইকে বন্ধুসহ প্রাণ গেল তরুণের

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2024, 05:47 AM
Updated : 12 March 2024, 05:47 AM

পরিবার মোটরসাইকেল কিনে না দেওয়ায় ‘আত্মহত্যার চেষ্টা’ করেছিলেন রাজবাড়ির এক তরুণ। কিন্তু কিনে দেওয়ার তিন দিন পর সেই মোটরসাইকেলের দুর্ঘটনাতেই বন্ধুসহ প্রাণ হারিয়েছেন তিনি। 

মঙ্গলবার সকালে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের শান্তিনগর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজবাড়ী থানার ওসি ইফতেখারুর আলম। 

নিহতরা হলেন, কামালদিয়া গ্রামের লাল মিয়ার ছেলে রাজন শেখ (১৭) ও আব্দুর রবের ছেলে সোহাগ (১৮)। 

রাজন শেখের প্রতিবেশী ইয়াকুব আলী বলেন, “মোটরসাইকেল কেনা নিয়ে রাজনের সঙ্গে পরিবারের অনেক ঝামেলা হইছে। মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিছুদিন আগে আত্মহত্যাও করতে গিয়েছিল রাজন। 

“ পরে বাধ্য হয়ে তিন দিন আগে রাজনের পরিবার তাকে মোটরসাইকেল কিনে দেয়। আর এখন সে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেল।” 

স্থানীয়দের বরাতে ওসি ইফতেখারুর বলেন, “মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাজন তার নিজ মোটরসাইকেলে সোহাগকে নিয়ে আলীপুরের দিকে আসছিল। পথে শান্তিনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। 

“এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করেছে।” 

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।