এ সময়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন খনির ব্যবস্থাপনা পরিচালক।
Published : 30 Dec 2023, 04:38 PM
দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন প্রায় আড়াই মাসের জন্য সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।
খনির চলমান ‘১৪১২’ ফেইজের কয়লার মজুদ শেষ হওয়ার কারণে শুক্রবার বিকাল থেকে উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার।
তিনি বলেন, “কয়লা উত্তোলনের চলমান প্রক্রিয়ায় ভূগর্ভের ১৪১২ ফেইজের লক্ষ্যমাত্রার চেয়ে ৭০ হাজার মেট্রিক টন বেশি কয়লা উত্তোলন করা হয়েছে এবং এখানে কয়লা উত্তোলন সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
“খনির ভূগর্ভে কয়লা কাটার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি নতুন আরেকটি `১২০৯’ ফেইজে স্থানান্তর করা হবে। মার্চের মাঝামাঝি সময়ের মধ্যেই আবারও কয়লা উত্তোলন করা হবে।”
তবে মার্চের প্রথম সপ্তাহে কয়লা উত্তোলনের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
এ সময়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনে কোনো সমস্যা হবে না জানিয়ে খনির ব্যবস্থাপনা পরিচালক বলেন, “পাশের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য পিডিবির ইয়ার্ডে ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন কয়লা মজুদ রাখা হয়েছে। ফলে ওই মজুদ কয়লা দিয়ে আগামী তিন মাস বিদ্যুৎ কেন্দ্র অনায়াসে চালাতে পারবে।”
এদিকে তাপ বিদ্যুৎকেন্দ্রের ম্যানেজার (সংরক্ষণ) আব্দুল্লাহ আল মামুন বলেন, “কেন্দ্রে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন তিনটি ইউনিটের মধ্যে একটিতে দৈনিক ১৭০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হয়।”
নির্ধারিত সময়ের মধ্যে কয়লার জোগান মিললে তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার আশঙ্কা নেই বলে জানান তিনি।