ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক

পুলিশ বলছে, কারো মাথায় হেলমেট ছিল না; মোটরসাইকেলের হ্যান্ডেল চালক জোবায়েরের চোখের ভিতর ঢুকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2023, 05:22 PM
Updated : 22 April 2023, 05:22 PM

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক যুবক; আহত হয়েছেন আরোহী তার দুই সঙ্গী। 

শনিবার বিকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জোবায়ের মোল্লা (২২) পার্শ্ববর্তী সদরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের প্রয়াত শহীদ মোল্লার ছেলে।

আহতরা হলেন একই গ্রামের শহীদ শরীফের ছেলে সিফাত শরীফ (২২) এবং রনি কাজী (২১)। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন বন্ধু এক মোটরসাইকেলে করে ঈদের দিন ঘুরতে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলেন। ওদের দ্রুতগামী মোটরসাইকেল প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম বলেন, “তাদের কারো মাথায় হেলমেট ছিল না। মোটরসাইকেলের হ্যান্ডেল চালক জোবায়েরের চোখের ভিতর ঢুকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।